৯ মে থেকে হজ ফ্লাইট শুরু, ভিসা আবেদন করা যাবে ৭ মে পর্যন্ত
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় বাংলাদেশি হজযাত্রীদের হজ ভিসার জন্য আবেদনের সময়সীমা আগামীকাল ৭ মে পর্যন্ত বাড়িয়েছে। এর আগে হজ ভিসার আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছিল ২৯ এপ্রিল।
হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এইচএএবি) সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম জানিয়েছেন, ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খানের অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি আরব সরকার মেয়াদ বৃদ্ধি করেছে।
ঢাকা থেকে সৌদি আরবের প্রথম হজ ফ্লাইট চালু হবে আগামী বৃহস্পতিবার (৯ মে) থেকে।
বুধবার (৮ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের হজ অনুষ্ঠানের উদ্বোধন করবেন।