শীঘ্রই বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে: নসরুল হামিদ
শীঘ্রই চলমান বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
তিনি বলেছেন, গত কয়েক সপ্তাহে আমরা তীব্র তাপপ্রবাহের সম্মুখীন হয়েছি, যা অপ্রত্যাশিত। এ পরিস্থিতির কারণে সামান্য লোডশেডিং করতে হয়েছে।
আজ সোমবার জ্বালানি প্রতিমন্ত্রী সচিবালয়ে তার কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য নির্দেশ দিয়েছেন। তার নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।'
তিনি বলেন, 'তেলের স্বল্পতা ছিল, অর্থ স্বল্পতা ছিল। এসব সমস্যা দূর করা হয়েছে। আর কোনো সমস্যা নেই। দিন দিন বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে। আজ কোথাও লোডশেডিং নেই। '
সম্প্রতি বাংলাদেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, 'প্রায় ১৬ হাজার ৪৭৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। আমাদের চাহিদাও বাড়ছে। আর অল্প কয়েকটি পাওয়ার প্ল্যান্ট বন্ধ হয়ে গেছে।'
তিনি আরও বলেন, 'আন্তর্জাতিক উৎস থেকে জ্বালানি সমন্বয় করে আমরা উৎপাদন বাড়াবো।'
নসরুল হামিদ বলেন, 'এ বছর তাপমাত্রা বেশি, উৎপাদনও বেশি এবং চাহিদাও বেশি।'