প্রবীণ বাম রাজনীতিক হায়দার আকবর খান রনো মারা গেছেন
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা, মুক্তিযুদ্ধের সংগঠক ও লেখক হায়দার আকবর খান রনো মারা গেছেন।
শুক্রবার দিবাগত রাত ২টা ৫ মিনিটের দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
হায়দার আকবর খান রনো দীর্ঘদিন ধরে ক্রনিক ফুসফুসের রোগে আক্রান্ত হয়ে যান্ত্রিক অক্সিজেন সহায়তার ওপর নির্ভরশীল ছিলেন।
হায়দার আকবর খান রনোর জন্ম ১৯৪২ সালের ৩১ আগস্ট অবিভক্ত ভারতের কলকাতায়। তার পৈতৃক নিবাস নড়াইলের বরাশুলা গ্রামে।
তিনি ঢাকার সেন্ট গ্রেগরি স্কুল থেকে ম্যাট্রিক ও নটরডেম কলেজ থেকে আইএসসি পাশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে ভর্তি হন রনো। তবে কারাগারে থাকায় তিনি স্নাতক শেষ করতে পারেননি। পরে জেলখানার বসেই পরীক্ষা দিয়ে এলএলবি ডিগ্রি পান।
হায়দার আকবর খান রনো পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৬৯ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ছিলেন তিনি। ২০১০ সালে মতভিন্নতার কারণে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ছেড়ে সিপিবিতে যোগ দেন। এরপর ২০১২ সালে তিনি দলের প্রেসিডিয়াম সদস্য হয়। এরপর সিপিবির উপদেষ্টা হন।