প্রীতি উরাংয়ের মৃত্যু: সুষ্ঠু, নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার দাবি সচেতন নাগরিক সমাজের
প্রীতি উরাংয়ের মৃত্যুর ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত এবং ন্যায়বিচারের দাবি জানিয়েছে সচেতন নাগরিক সমাজ।
মঙ্গলবার (১৪ মে) বিকেলে মৌলভীবাজার প্রেসক্লাবে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এক সংবাদ সম্মেলন করে তারা এ দাবি জানান। এ সময় তারা কিশোর গৃহকর্মীদের অধিকার রক্ষায় বেশকিছু দাবিও উত্থাপন করেন।
গত ৬ ফেব্রুয়ারি রাজধানীর মোহাম্মদপুরে দ্য ডেইলি স্টার-এর সাবেক নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসা থেকে পড়ে মারা যায় মৌলভীবাজারের এক চা শ্রমিকের মেয়ে প্রীতি উরাং।
পরদিন নিহতের বাবা লোকেশ উরাং বাদী হয়ে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মোহাম্মদপুর থানায় একটি মামলা করেন। গত ২২ এপ্রিল সৈয়দ আশফাকুল হকের স্ত্রী তানিয়া খন্দকারকে জামিন দেন হাইকোর্ট। সৈয়দ আশফাকুল বর্তমানে কারাগারে রয়েছেন।
সংবাদ সম্মেলনে বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি)-এর নির্বাহী পরিচালক সামশুল হুদা বলেন, 'সৈয়দ আশফাকুল হকের মোহাম্মদপুরের ওই ফ্ল্যাট থেকে ছয় মাসের ব্যবধানে দুটি শিশু পড়ে যায় বা লাফ দেয়। পরপর ঘটে যাওয়া একই রকমের দুটি ঘটনা আমাদেরকে উদ্বিগ্ন করে।'
'আমাদের দাবিগুলো হচ্ছে শিশুর কাজের যথোপযুক্ত পারিশ্রমিক, চিকিৎসা ও পড়াশোনার খরচের ব্যবস্থা করতে হবে। প্রীতি ও অন্য শিশুদের ওপরে ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠু, প্রভাবমুক্ত ও দ্রুত তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে,' বলেন তিনি।
এছাড়া ভুক্তভোগীর পরিবারকে যথোপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ দেওয়া এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সকল ব্যবস্থা গ্রহণ করারও দাবি জানান তিনি।
'২০১৭ সালে গৃহকর্মীদের অধিকার রক্ষায় সারাদেশে মনিটরিং সেল গঠনে আদালতের দেওয়া নির্দেশনা দ্রুত কার্যকরের জোর দাবি জানাচ্ছি। একইসঙ্গে গৃহশ্রমিকদের অধিকার সুরক্ষায় প্রতিটি বাড়ি পরিদর্শনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে,' বলেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এএলআরডি'র ব্যবস্থাপক রফিক আহমেদ সিরাজী, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ফারহা তানজিল তিতিল, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির আবুল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ঈশানী চক্রবর্তী, অধ্যাপক জোবাইদা নাসরীন, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি অলিক মৃ, বাংলাদেশ আদিবাসী যুব পরিষদের সভাপতি হরেন্দ্রনাথ সিংহ প্রমুখ।
'ব্যবস্থাপনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী' ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার ২ এপ্রিল এটির নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হককে অব্যাহতি দেয়।
উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের ৬ আগস্ট সৈয়দ আশফাকুল হকের বাড়ির বারান্দা থেকে পড়ে গুরুতর আহত হয় আরেক গৃহকর্মী ফেরদৌসী। তাকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় আহত ওই গৃহকর্মীর মা জোসনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর সৈয়দ আশফাকুল হক, তার স্ত্রী তানিয়া খন্দকার ও আসমা আক্তার নামে আরেকজনের বিরুদ্ধে মামলা করেছিলেন।