৩ মাসে ব্রিটিশ-আমেরিকান টোবাকোর ১৮৭ কোটি সিগারেট শলাকা বিক্রি কমেছে
বহুজাতিক সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্রিটিশ-আমেরিকান টোবাকো (বিএটি বা ব্যাট)-এর সিগারেট বিক্রির পরিমাণ কমেছে।
গত তিন মাসে কোম্পানিটি মোট ১ হাজার ৬১২ কোটি সিগারেট শলাকা বিক্রি করেছে, যা এর আগের বছরের একই সময়ের তুলনায় ১৮৭ কোটি কম।
সিগারেট বিক্রি কমে যাওয়ায় আগের বছরের তুলনায় কোম্পানির আয়ও কমেছে বলে জানায় ব্যাট সূত্র।
২০২৪ সালের জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে কোম্পানিটি মোট ৯ হাজার ৪০৭ কোটি টাকার সিগারেট বিক্রি করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় চেয়ে ৫ শতাংশ কম।
মূলত উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের জীবন-যাত্রার ব্যয় বেড়ে গেছে। এতে ব্যয় সংকোচন করতে গিয়ে মানুষ সিগারেট কম কিনেছে। পাশাপাশি রমজান মাসের প্রভাবও সিগারেট বিক্রিতে পড়েছে বলে জানা যায়।
এদিকে আয় কমে যাওয়ায়, কোম্পানির মুনাফা চলতি বছরের প্রথম প্রান্তিকে ৯.৪১ শতাংশ কমে ৪১৩ কোটি টাকা হয়েছে।