এমপি আনার হত্যাকাণ্ড: ঢাকায় ভারতীয় পুলিশের স্পেশাল টিম
পশ্চিমবঙ্গে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনার হত্যামামলার তদন্ত ও তথ্য যাচাই করতে ভারতীয় পুলিশের একটি স্পেশাল টিম আজ (২৩ মে) সকালে ঢাকায় এসেছে।
বৈঠকে দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা তথ্য আদান-প্রদান করবেন।
বিকেলে ভারতীয় পুলিশের দলটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) যাবে বলে তদন্তসংশ্লিষ্ট একজন কর্মকর্তা টিবিএসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ও কলকাতায় মামলা হয়েছে। ইতিমধ্যে তিন আসামিকে গ্রেপ্তার করা হলেও হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীকে এখনও গ্রেপ্তার করা যায়নি।
চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ হওয়ার আট দিন পর বুধবার (২২ মে) জানা যায়, এমপি আনোয়ারুল আজিম আনার খুন হয়েছেন।
চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের মূল হোতা কে, এর সঙ্গে কারা কারা জড়িত—এসবের প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।
গত ১২ মে ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান এমপি আনার। কলকাতায় গিয়ে আনোয়ারুল আজিম দীর্ঘ ২৫ বছরের পারিবারিক বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন। সে বাড়ি থেকে বেরিয়ে তিনি আর ফেরেননি। টানা সাতদিন তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। উদ্বিগ্ন হয়ে শেষমেশ গোপাল বিশ্বাস স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।
এদিকে দেশে আজীমের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বাবার খবর না পেয়ে রাজধানীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে উপস্থিত হন।
এরপর বুধবার জানা যায়, এমপি আনার হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। পুলিশের সূত্রসমূহের সন্দেহ, তিনি হয়তো সোনা চোরাচালানকারী একটি সিন্ডিকেটের সঙ্গে দ্বন্দ্বের জেরে প্রাণ খুইয়েছেন।