এমপি আনারকে 'খুন' করাতে তার বন্ধু ৫ কোটি রুপি দিয়েছে: পশ্চিমবঙ্গ সিআইডি
বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে 'হত্যার' প্রাথমিক তদন্তে জানা গেছে, তাকে হত্যার জন্য তার এক বন্ধু প্রায় পাঁচ কোটি রুপি খরচ করেছে।
বুধবার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, গত ১৩ মে থেকে কলকাতায় নিখোঁজ হওয়া এমপি আনারকে খুন করা হয়েছে এবং এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার তদন্তভার নিয়েছে সিআইডি।
পশ্চিমবঙ্গ সিআইডি'র আইজি অখিলেশ চতুর্বেদী পিটিআইকে জানান, 'এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। বাংলাদেশের এই এমপিকে হত্যার জন্য তার এক পুরোনো বন্ধু প্রায় ৫ কোটি রুপি দিয়েছে।'
তিনি বলেন, 'আওয়ামী লীগের এই এমপির ওই বন্ধু একজন মার্কিন নাগরিক এবং কলকাতায় তার একটি ফ্ল্যাট আছে।'
এর আগে বুধবার ওই কর্মকর্তা বলেন, পুলিশের কাছে 'নির্ভরযোগ্য তথ্য' রয়েছে যে মি. আনারকে 'হয়ত হত্যা করা হয়েছে'। তবে তার মরদেহ এখনও উদ্ধার করা যায়নি।
কলকাতার উপকণ্ঠ নিউ টাউনের যে অ্যাপার্টমেন্টে গত ১৩ মে শেষবারের মতো এমপি আনারের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে, সেখানে পুলিশ কোনো রক্তের দাগ খুঁজে পেয়েছে কি না সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে মি. চতুর্বেদী বলেন, 'আমাদের ফরেনসিক দল সন্দেহভাজন অপরাধস্থল পরীক্ষা করছে। এ বিষয়ে এখনই এর বেশি কিছু বলা সম্ভব না।'
চিকিৎসার জন্য গত ১২ মে ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান এমপি আনার।
কলকাতায় গিয়ে আনোয়ারুল আজীম দীর্ঘ ২৫ বছরের পারিবারিক বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন। সে বাড়ি থেকে বেরিয়ে তিনি আর ফেরেননি। টানা সাতদিন তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। উদ্বিগ্ন হয়ে শেষমেশ গোপাল বিশ্বাস স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।
এরপর নিখোঁজ হওয়ার আট দিন পর বুধবার (২২ মে) জানা যায়, এমপি আনোয়ারুল আজীম আনার খুন হয়েছেন।
পুলিশের সূত্রসমূহের সন্দেহ, তিনি হয়ত সোনা চোরাচালানকারী একটি সিন্ডিকেটের সঙ্গে দ্বন্দ্বের জেরে প্রাণ হারিয়েছেন।