ভরিতে ১০৮৪ টাকা কমলো সোনার দাম
দেশের বাজারে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১০৮৪ টাকা কমানো হয়েছে। এ হিসেবে ভালো মানের এক ভরি সোনার দাম হবে ১ লাখ ১৮ হাজার ৪৬০ টাকা।
বৃহস্পতিবার (২৩ মে) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বাজুস জানায়, শুক্রবার (২৪ মে) বিকাল থেকে নতুন দাম কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম পড়বে ১ লাখ ১৮ হাজার ৪৬০ টাকা, যা আজ পর্যন্ত ১ লাখ ১৯ হাজার ৫৪৪ টাকা ছিল।
এছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট সোনার দাম ১ লাখ ১৩ হাজার ৮২ টাকা এবং ১৮ ক্যারেট সোনার দাম ৯৬ হাজার ৯২৮ টাকা। এছাড়া সনাতন পদ্ধতিতে প্রতি ভরি সোনার দাম পড়বে ৮০ হাজার ১৩২ টাকা।
বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম সমন্বয় করা হয়েছে।