এমপি আনারের মরদেহের খণ্ডাংশ উদ্ধারের সম্ভাবনা কম
সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম হত্যামামলায় জোর প্রচেষ্টা সত্ত্বেও ঢাকা ও কলকাতার তদন্তকারীরা নিহত এমপির মরদেহের 'খণ্ডাংশ' উদ্ধারের সম্ভাবনা কম বলে মনে করছেন।
তারা জানান, আরেক সন্দেহভাজন ফয়সাল ওরফে ফয়জুল, যিনি কলকাতার বিভিন্ন জায়গায় মাথার খুলি ও হাড় ফেলেছেন বলে ধারণা করা হচ্ছে, তিনিই এখন মরদেহের টুকরো খুঁজে বের করার মূল ভরসা।
'তবে ফয়সাল এখনও পলাতক। আর আমরা এখনও মরদেহের কোনো খণ্ডাংশ খুঁজে পাইনি,' তদন্তসংশ্লিষ্ট একজন পুলিশ কর্মকর্তা টিবিএসকে বলেছেন।
এদিকে বাংলাদেশের গোয়েন্দাদের একটি দল রোববার (২৬ মে) কলকাতায় পৌঁছেছে। তারা বাগডোবা খালে তল্লাশি অভিযান চালায়। খালটি অপরাধের স্থান সঞ্জীবা গার্ডেন থেকে প্রায় ৭-৮ কিলোমিটার দূরে অবস্থিত।
দুই দেশের পুলিশ বাগডোবা খালে দেহের অঙ্গ-প্রত্যঙ্গ উদ্ধার অভিযান শুরু করে। এর আগে কলকাতায় গ্রেপ্তার হওয়া কিলিং মিশনের সদস্য জিহাদ হাওলাদার ওরফে কসাই জিহাদ জানান, এমপি আনারের শরীরের কিছু অংশ ওই খালে ফেলা হয়েছে।
এদিকে কলকাতা পুলিশ সংবাদমাধ্যমকে বলেছে, মরদেহের খণ্ডাংশ উদ্ধার করা না গেলে কেউ সাত বছর নিখোঁজ না থাকলে কর্তৃপক্ষ মৃত্যুসনদ দেয় না।
উল্লেখ্য, গত ১১ মে কলকাতায় চিকিৎসা করাতে যান এমপি আজীম। ১৪ মে তিনি নিখোঁজ হন। ২২ মে তার হত্যাকাণ্ডের খবর পাওয়া যায়।