ঘূর্ণিঝড় রিমালের পর আবারও স্বাভাবিক লঞ্চ চলাচল
ঘূর্ণিঝড় রিমালের প্রভাব দুর্বল হয়ে আসায় আবহাওয়া অধিদপ্তরের জারি করা সতর্কতা সংকেত প্রত্যাহারের পর আজ (২৮ মে) দুপুর ১২টায় ঢাকা থেকে আবারও অভ্যন্তরীণ নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জনসংযোগ কর্মকর্তা এহতেশামুল পারভেজ আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, রোববার (২৬ মে) পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ থেকে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমাল ঘনীভূত হওয়ার কারণে নৌপরিবহন মন্ত্রণালয় রাত ১০টা থেকে সব রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়।