বাংলাদেশিদের জন্য ১২ ক্যাটাগরিতে ওমানের ভিসা চালু হচ্ছে
বাংলাদেশি নাগরিকদের জন্য ১২ ক্যাটাগরির ভিসা চালু করবে ওমান সরকার। স্থানীয় সময় বুধবার (২৯ মে) ওমানের সংবাদপত্র টাইমস অব ওমানের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিরাজুল হক টাইমস অব ওমানকে জানিয়েছেন, ওমান সরকার ১২ ক্যাটাগরিতে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা চালু করবে।
সিরাজুল হক জানিয়েছেন, ১২ ক্যাটাগরির ভিসার মধ্যে রয়েছে— ফ্যামিলি ভিসা, জিসিসি (উপসাগরীয় সহযোগিতা পরিষদ) দেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য ভিজিট ভিসা, চিকিৎসক ভিসা, প্রকৌশলী ভিসা, নার্স ভিসা, শিক্ষক ভিসা, হিসাবরক্ষক ভিসা, বিনিয়োগকারী ভিসা এবং সব ধরনের অফিসিয়াল ভিসা।
টাইমস অব ওমানের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ৩১ অক্টোবর ওমান বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করার পর থেকে ওমানে বাংলাদেশি নাগরিকদের আগমন ৫০ শতাংশের বেশি কমেছে।
আগে পর্যটন এবং ভিজিট ভিসায় ওমানে গিয়ে ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করার সুযোগ থাকলেও ওমানে আসা সব দেশের নাগরিকদের জন্য গত বছর সে সুযোগ বন্ধ করার ঘোষণা দিয়েছিল রয়্যাল ওমান পুলিশ।
গত বছর ওমান বাংলাদেশি নাগরিকদের ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার পর মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছিল, ভিসা বন্ধের প্রক্রিয়াটি স্থায়ী নয়।