মৈত্রী, বন্ধন ও মিতালি এক্সপ্রেসের ভাড়া বাড়ছে, কলকাতা যেতে বাড়তি ভাড়া গুনতে হবে
ঢাকা-কলকাতা ও ঢাকা-শিলিগুড়ির মধ্যে চলাচলকারী তিনটি ট্রেনের ভাড়া সর্বনিম্ন ৭০ টাকা থেকে সর্বোচ্চ ৩০৫ টাকা পর্যন্ত বাড়ানো হচ্ছে। বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক (ইন্টারচেঞ্জ) মিহরাবুর রশিদ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডলারের মূল্যবৃদ্ধির কারণে ট্রেনের টিকিটের মূল্য সমন্বয় করা হয়েছে। আগামী ১৫ জুন থেকে নতুন ভাড়া কার্যকর হবে। এর আগে গত বছরের অক্টোবরে ট্রেনগুলোর ভাড়া বাড়ানো হয়েছিল।
ট্রেন তিনটি হলো— মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস ও মিতালি এক্সপ্রেস।
ঢাকা থেকে কলকাতার মধ্যে মৈত্রী এক্সপ্রেস, খুলনা থেকে কলকাতায় বন্ধন এক্সপ্রেস ও ঢাকা থেকে শিলিগুড়ির মধ্যে চলাচল করে মিতালি এক্সপ্রেস।
মৈত্রী এক্সপ্রেস ট্রেনের এসি আসনের এখন ভাড়া চার হাজার ৯০০ টাকা। এ আসনের ভাড়া ২১০ টাকা বাড়িয়ে পাঁচ হাজার ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বন্ধন এক্সপ্রেস ট্রেনের এসি আসনের ভাড়া দুই হাজার ৯৫০ টাকা থেকে বাড়িয়ে করা হচ্ছে তিন হাজার ৫৫ টাকা। আর এসি চেয়ার কারের ভাড়া ৭০ টাকা বাড়িয়ে করা হচ্ছে দুই হাজার ৩৭০ টাকা।
মিতালি এক্সপ্রেস ট্রেনের এসি আসনের ভাড়া ছয় হাজার ৭২০ টাকা থেকে বাড়িয়ে সাত হাজার ২৫ টাকা করা হচ্ছে।
সব ট্রেনেই পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য ভাড়ায় ৫০ শতাংশ ছাড় থাকছে।
২০০৮ সালের ১৪ এপ্রিল মৈত্রী এক্সপ্রেস, ২০১৭ সালের ১৬ নভেম্বর বন্ধন এক্সপ্রেস ও ২০২১ সালের ২৬ মার্চ মিতালি এক্সপ্রেস ট্রেন চালু হয়।