উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের হামলায় নিহত ৩
কক্সবাজারের উখিয়ার একটি শরণার্থী শিবিরে মিয়ানমারভিত্তিক জঙ্গি গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যদের হামলায় তিন রোহিঙ্গা শরণার্থী নিহত এবং সাতজন আহত হয়েছেন।সোমবার (১০ জুন) ভোরে ক্যাম্প-৪ এক্সটেনশনে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন ১৪ এপিবিএনের অধিনায়ক মো. ইকবাল।
নিহতরা হলেন- মো. ইলিয়াছ (৩১), মো. ইছহাক (৫৪) ও ফিরোজ খান (১৮)।
নিহতরা রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সদস্য বলে জানিয়েছে পুলিশ।
আহতদের মধ্যে তিনজন কক্সবাজার সদর হাসপাতাল এবং নিকটস্থ একটি এনজিও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এপিবিএন কমান্ডার মো. ইকবাল বলেন, 'আজ ভোরে ৪০-৪৫ জন আরসা সদস্য পাহাড় থেকে কাঁটাতারের বেড়া টপকে ক্যাম্প ৪-এ প্রবেশ করে। তারা ক্যাম্পে পাহারারত রোহিঙ্গা ইলিয়াছকে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এরপর হামলাকারীরা এলোপাতাড়ি গুলি চালালে আরও ছয়জন আহত হয়। আহতদের মধ্যে দুজন পরে মারা যান।'
তিনি বলেন, 'পুলিশ ও এপিবিএন বাহিনী পাল্টা গুলি চালালে হামলাকারীরা পালিয়ে যায়।'
তিনি আরও বলেন, 'আরসা জঙ্গিরা ক্যাম্পে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে, তাই এই সহিংস সংঘর্ষ হয়েছে। তারা প্রতিদ্বন্দ্বী আরএসও গ্রুপের সদস্যদের টার্গেট করছে। '
উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. শামীম হোসেন জানান, নিহত তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।