দেড় বছর পর আজ থেকে ৯টা–৫টা অফিস শুরু
দেড় বছর পর আজ (বুধবার) থেকে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত নতুন সময়সূচির অফিস কার্যক্রম শুরু হয়েছে। গত ৩ জুন অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অফিসের নতুন এই সময়সূচির সিদ্ধান্ত হয়েছিল।
এরপর জনপ্রশাসন মন্ত্রণালয় ৬ জুন এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জানায় যে, "সরকার আগামী ১৯ জুন (পবিত্র ঈদুল আজহার পরবর্তী প্রথম কর্মদিবস) থেকে দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারণ করল।"
সে অনুযায়ী ঈদের ছুটির পরে আজ থেকে দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে।
এর আগেও সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিসের কার্যক্রম ছিল। কিন্তু বিদ্যুৎ সাশ্রয়ে ২০২২ সালের ১৫ নভেম্বর থেকে অফিস সময় সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত করা হয়।
রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সময়সূচি কার্যকর হবে। বেলা ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি থাকবে। আর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।
টানা পাঁচ দিনের ছুটি শেষে সরকারি চাকরিজীবীরা আজ থেকে অফিস শুরু করেছেন। পাঁচ দিনের ছুটির মধ্য সাপ্তাহিক ছুটি দুই দিন আর তিন দিন ঈদের ছুটি ছিল।
এদিকে সরকারি কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ে ছুটির পরে আজ ঢিলেঢালাভাবে অফিস শুরু হয়েছে। সকল কর্মী যেমন অফিসে যোগ দেননি, তেমনি যারা যোগ দিয়েছেন তারা ঈদের শুভেচ্ছা বিনিময় করেই বেশিরভাগ সময় পার করছেন।