স্বাভাবিক সময়সূচিতে ফিরেছে অফিস কার্যক্রম
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আজ বুধবার (৩১ জুলাই) থেকে স্বাভাবিক সময়সূচিতে কাজে যোগ দিয়েছেন সরকারি-বেসরকারি কর্মজীবীরা।
সকাল থেকেই রাস্তায় সব ধরনের যানবাহন চলতে থাকায় যানজট এড়িয়ে গন্তব্যে সঠিক সময়ে পৌঁছাতে ছুটতে দেখা গেছে নগরবাসীকে।
তবে অফিস সময়সূচি স্বাভাবিক হলেও কোটা সংস্কার আন্দোলনের কারণে বন্ধ হওয়া শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগের মতোই নির্ধারিত স্থানে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখতে দেখা গেছে।
এর আগে, মঙ্গলবার ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে সব অফিস নিয়মিত সময়সূচি অনুযায়ী চালানোর ঘোষণা দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।
এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদী জেলায় বুধবার থেকে চারদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতার মধ্যে শুক্রবার মধ্যরাত থেকে কারফিউ জারি করে সরকার।
তারপর এক নির্বাহী আদেশে ২১, ২২ ও ২৩ জুলাই সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
গত ২৪ জুলাই ও ২৫ জুলাই সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
পরে ২৮ থেকে ৩০ জুলাই সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অফিসের সময় নির্ধারণ করে সরকার।
সরকারি হিসাব অনুযায়ী, দেশজুড়ে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় প্রায় ১৫০ জন নিহত হয়েছেন। অনানুষ্ঠানিক মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে।