এমপি আজীম হত্যা: শিমুলের সঙ্গে যোগাযোগ করা ৩টি মোবাইল পুকুরে ফেলে দেন কামাল
কলকাতায় সংসদ সদস্য আনোয়ারুল আজীম হত্যাকাণ্ডের পর 'মাস্টারমাইন্ড' শিমুল ভূঁইয়া দফায় দফায় মুঠোফোনে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদের সঙ্গে কথা বলেন। পরে শিমুলের সঙ্গে যোগাযোগে ব্যবহৃত তিনটি মোবাইল পুকুরে ফেলে দেন কাজী কামাল।
ওই সব মুঠোফোন উদ্ধারে কাজী কামাল আহমেদকে আবারও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৪ জুন) কাজী কামালের পাঁচ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করে ডিবি। তবে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মো. আতাউল্লাহ রিমান্ড আবেদন নামঞ্জুর করেন।
আদালত কামাল আহমেদকে ঝিনাইদহ কারাগারে পাঠানোর আদেশ দেন। এছাড়া আগামী ১০ কার্যদিবসের মধ্যে ঝিনাইদহের একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আলামত (তিনটি মুঠোফোন) উদ্ধার অভিযান চালানোরও আদেশ দিয়েছেন।
কামাল আহমেদের রিমান্ড চেয়ে করা আবেদনে ডিবি আদালতকে জানিয়েছে, আনোয়ারুল আজীম হত্যাকাণ্ডে অন্যতম অভিযুক্ত শিমুল ভূঁইয়ার মুঠোফোন পর্যালোচনায় দেখা যায়, গত ১৫ মে শিমুল ভূঁইয়া কলকাতা থেকে বাংলাদেশে আসেন। ১৬ মে আনোয়ারুল আজীম হত্যার বিষয়ে মুঠোফোনে শিমুল ভূঁইয়া কাজী কামালের সঙ্গে কথা বলেন। পরে শিমুল ভূঁইয়া ও কাজী কামাল ফরিদপুরের ভাঙ্গায় একসঙ্গে সাক্ষাৎ করেন। হোয়াটসঅ্যাপে আনোয়ারুল আজীমের ছবি বিনিময় করেন। ১৭ মে থেকে ১৯ মের মধ্যে এই দুজন হোয়াটসঅ্যাপে কথা বলেন। খুদে বার্তা আদান-প্রদান করেন।
ডিবির আবেদনে আরও বলা হয়, কাজী কামাল ১৪ জুন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সেখানে তিনি উল্লেখ করেন, দুটি মুঠোফোন তিনি ঝিনাইদহের গাঙ্গুলী হোটেলের পেছনের পুকুরে ফেলেছেন। আরেকটি মুঠোফোন ফেলেছেন স্টেডিয়ামের পেছনের পুকুরে।
এই তিনটি মুঠোফোন উদ্ধারে আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে আদালতকে জানায় মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান।
রিমান্ডের পক্ষে আরও যুক্তি তুলে ধরেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু।
অপর দিকে আসামিপক্ষ থেকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন নাকচের আবেদন করা হয়।
এর আগে এ হত্যাকাণ্ডের অন্যতম আসামি শিমুল ভূঁইয়া আদালতে দেওয়া জবানবন্দিতে এমপি আজীম হত্যাকাণ্ডে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার জড়িত থাকার কথা উল্লেখ করেন বলে ডিবি কর্মকর্তারা জানিয়েছেন।
শিমুল ভূঁইয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে সম্প্রতি ঝিনাইদহ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবুকে ঝিনাইদহ থেকে গ্রেপ্তার করে ৯ জুন সাত দিনের রিমান্ডে নেওয়া হয়।
তিনবারের সংসদ সদস্য ও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম গত ১২ মে চিকিৎসা নিতে ভারতে যান। গত ১৩ মে কলকাতার বরাহনগর এলাকার যে ফ্ল্যাটে ছিলেন, সেখান থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি।
কলকাতা পুলিশ সূত্রে জানা যায়, আনোয়ারুলকে কলকাতার নিউ টাউনের একটি ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে শ্বাসরোধ করে খুন করা হয় এবং তার দেহ টুকরো টুকরো করে ফেলা হয়।
এ ঘটনায় নিহতের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বাদী হয়ে ২২ মে রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।