নোবেলের কোনো আকাঙ্ক্ষা নেই: শেখ হাসিনা
নোবেলের পাওয়ার কোনো আকাঙ্ক্ষা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (মঙ্গলবার) বেলা ১১টার দিকে গণভবনে সাম্প্রতিক ভারত সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নোত্তর পর্বে এ বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেছেন, "নোবেলের বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্য থাকে। ড. মুহাম্মদ ইউনূসের শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া নিয়ে কোনো ঈর্ষা নেই। পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির পর অনেক নোবেলজয়ী আমার জন্য প্রস্তাব দিয়েছিলেন। আমার নোবেলের কোনো আকাঙ্ক্ষা নেই।"
এদিকে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে বিতর্কে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, "[ড. ইউনূসকে] জেলাসি করার কী আছে? আসুক না, মাঠে আসুক, চলুক আমার সাথে। আমেরিকায় ডিবেট হয় না? চলুক…আসুক…কথা বলব।"
শেখ হাসিনা বলেন, "আজকে উনি যে উঠেছেন, সেখানে সবচেয়ে বেশি সহযোগিতা তো আমিই করেছিলাম। আমরা তার এবং গ্রামীণ ব্যাংকের পক্ষে অনেক প্রচারণা করেছি।"
প্রধানমন্ত্রী আরও বলেন, "এখন ওনার [ইউনুস] পয়সা আছে, উনি লেখাচ্ছেন। এই কতজন নোবেল বিজয়ীর বিবৃতিটা—এ বিবৃতিটা কী বিবৃতি? এটা তো বিজ্ঞাপন। উনি যদি এতই জনপ্রিয় হতেন, তাহলে বিজ্ঞাপন দিয়ে এতজনের নাম দিতে হবে কেন? তার জন্য সারা পৃথিবীই ঝাঁপিয়ে পড়বে। কেউ তো এসে একজনও আমাকে বলল না।"
ড. ইউনূস রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিলেন বলে অভিহিত করেন সরকারপ্রধান। কিন্তু তিনি দল গঠন করতে পারেনি বলে জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, "শেখ হাসিনা কারও সাথে জেলাসি (ঈর্ষা) করে না। শেখ জাতির পিতার মেয়ে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে। এই জায়গাটায় কেউ আসতে পারবে না—আর সেটাই আমার গর্ব।"
শেখ হাসিনা আরও বলেন, "প্রধানমন্ত্রী, এটা সাময়িক ব্যাপার। কিন্তু আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। দেশও না, দেশের স্বার্থও বেচি না। আমি সবসময় দেশের স্বার্থ রক্ষা করেই চলি"