আজ শুরু এইচএসসি পরীক্ষা, অভিভাবক ও পরীক্ষার্থীদের যে পরামর্শ দিল ডিএমপি
সিলেট বিভাগ বাদে আজ (৩০ জুন) থেকে শুরু হচ্ছে ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা।
এ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের উদ্দেশ্যে বেশকিছু পরামর্শ দিয়েছে।
শনিবার (২৯ জুন) রাতে এক ফেসবুক পোস্টে 'ট্রাফিক গুলশান ডিভিশন' এর দেওয়া পরামর্শগুলো হলো—
১.পরীক্ষা শুরুর আগের দিন কেন্দ্রের অবস্থানটি ভাল করে জেনে নিন এবং আপনার বাসা থেকে কোন রুটে যেতে হবে তার পরিস্কার ধারণা নিয়ে বাসা থেকে বের হোন।
২. পরীক্ষা শুরুর আগে কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য পরীক্ষার্থী/অভিভাবকগণ সড়ক-মহাসড়কের বাস্তবতা/ট্রাফিক প্রেশার বিবেচনায় রেখে পর্যাপ্ত সময় নিয়ে বাসা থেকে বের হবেন।
৩. বাসা হতে এমনভাবে বের হতে হবে যেন নূন্যতম ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো যায়।
৪.রেল ক্রসিং পারাপারে সময় ক্ষেপণের কথা চিন্তা করে বাসা হতে সময় নিয়ে রওনা দিন।
৫: পরীক্ষা কেন্দ্রে আগত পরীক্ষার্থীবৃন্দ যানজট বা কোনো অনাকাঙ্খিত সমস্যার সম্মুখীন হলে ট্রাফিক গুলশান বিভাগের সমন্বয়কারীদ্বয় (এডিসি ট্রাফিক দক্ষিণ ০১৩২০-০৪৪৩৬১, এডিসি ট্রাফিক উত্তর ০১৩২০-০৪৪৩৬২ কে জানানোর জন্য অনুরোধ করা হলো। তারা অতি দ্রুত কিউআরটি (কুইক রেসপন্স টিম) পাঠিয়ে ব্যবস্থা নেবেন।
৬. পরীক্ষা কেন্দ্রের আশেপাশে অযাচিত পার্কিং না করে অভিভাবক/পরীক্ষার্থীদের ব্যবহৃত যানবাহন পরীক্ষা কেন্দ্র হতে দূরবর্তী নিরাপদ স্থানে পার্কিং করুন।
৭. পরীক্ষার্থী ও অভিভাবকগণ পরীক্ষা কেন্দ্রের সামনের সড়কে দাঁড়িয়ে গেলে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। ফলে, অন্যান্য পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে দেরি হয় বিধায় পরীক্ষার্থী ও অভিভাবকগণকে কেন্দ্রের সামনে প্রধান গেইটে ও রাস্তায় না দাঁড়ানোর জন্য অনুরোধ করা হলো।
৮. পরীক্ষা কেন্দ্রের সামনে আড্ডা দেওয়া থেকে বিরত থাকুন।
৯.মূল সড়কে কোনো যানবাহন (ব্যক্তিগত, পাবলিক) ভুল পার্কিং করে অন্য যানবাহনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।
১০. যেকোনো জরুরি প্রয়োজনে টোল ফ্রি ৯৯৯ এ কল করুন।
সিলেট ছাড়া অন্যান্য সকল বিভাগের পরীক্ষা আজ রোববার (৩০ জুন) বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হচ্ছে। লিখিত পরীক্ষা চলবে আগামী ১১ আগস্ট পর্যন্ত। এরপর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা।
বন্যার কারণে শুধু সিলেট বিভাগের পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত করেছে সরকার। ৯ জুলাই থেকে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল, সেগুলো যথারীতি অনুষ্ঠিত হবে।
এর আগে, গত ২ এপ্রিল এ বছরের এইচএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা করে শিক্ষা বোর্ড।
নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড এবং কারিগরি বোর্ডের মোট ১৪,৫০,৭৯০ জন শিক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।