হাতিরঝিলের সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে থাকবে আনসার সদস্য
এতদিন হাতিরঝিলের নিরাপত্তার দায়িত্ব একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে থাকলেও আজ সোমবার থেকে সেই দায়িত্ব সরকারি সংস্থা আনসার বাহিনীকে দেওয়া হয়েছে।
আজ সকালে রাজধানীর হাতিরঝিল ব্যবস্থাপনা ভবনে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান সরকার আনসার বাহিনীর কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
এ সময় নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি হাতিরঝিলকে আনসার বাহিনী পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবে বলে প্রত্যাশা রাজউক চেয়ারম্যানের।
হাতিরঝিলের নিরাপত্তার জন্য এতদিন রাজউকের সঙ্গে একটি বেসরকারি প্রতিষ্ঠানের চুক্তি ছিল। এ চুক্তির মেয়াদ গতকাল রবিবার (৩০ জুন) শেষ হয়। তাই হাতিরঝিল এলাকার সার্বক্ষণিক নিরাপত্তায় সরকারি সংস্থা আনসার বাহিনীকে যুক্ত করল রাজউক।
রাজউক চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান সরকার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আগে যারা নিরাপত্তার দায়িত্বে ছিল, তারা নিরাপত্তা নিয়ে খুব বেশি সচেতন ছিল না। এখন আনসার বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক হাতিরঝিলের নিরাপত্তা দেবে। আনসারের অফিসাররাও বিষয়টি নিয়মিত তদারকি করবেন। সাথে তাদের মোবাইল টিমও থাকবে।''
রাজউক চেয়ারম্যান আরও বলেন, "আমরা হাতিরঝিলের রাস্তা ও ফুটপাতগুলোকে মেরামত করে ঠিক করে দেব। সাথে সাথে যেসব জায়গায় লাইট নষ্ট কিংবা গাছের সংখ্যা কমে গেছে, সেসব জায়গায় কাজ করা হবে। আমরা ক্রমান্বয়ে হাতিরঝিলের নান্দনিক পরিবেশের উন্নয়ন করব।"
হাতিরঝিলকে ক্রমান্বয়ে সমৃদ্ধ করা হবে জানিয়ে রাজউক চেয়ারম্যান বলেন, "হাতিরঝিল থেকে বনানী কবরস্থান এবং কালাচাঁদপুর পর্যন্ত ওয়াটার ট্যাক্সির রুট বাড়ানো হবে। কড়াইল বস্তিবাসীর জন্য লো কস্ট হাউজিংয়েরও একটি প্রকল্প নিয়ে আলোচনা চলছে।"
রাজউক চেয়ারম্যান নিরাপত্তার স্বার্থে রাত ১১টার পর দর্শনার্থীদের হাতিরঝিল ত্যাগের অনুরোধ জানান।
নিরাপত্তার দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজিম উদ্দিন বলেন, ''হাতিরঝিলের অবৈধ পকেট গেট তদারকিসহ মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকবে আনসার বাহিনী।''
এ সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক উপস্থিত ছিলেন।