কোটাবিরোধী আন্দোলন: জাবি শিক্ষার্থীদের ৪০ মিনিট ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধার ভিত্তিতে নিয়োগের পরিপত্র বহাল রাখাসহ ৪ দফা দাবিতে আজও (৪ জুলাই) প্রায় ৪০ মিনিট ধরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভ কর্মসূচি পালন শেষে দুপুর ১টা নাগাদ অবরোধ তুলে নেওয়া হয়।
এর আগে, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে বেলা ১২টা ২০ মিনিটের দিকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
শুধু রোগীবাহী অ্যাম্বুলেন্সগুলোকে মহাসড়ক ব্যবহারের অনুমতি দিতে দেখা গেছে শিক্ষার্থীদের।
হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সুপ্রিম কোর্টের আপীল বিভাগে এ বিষয়ে শুনানি হওয়ার কথা থাকলেও, রিট আবেদনকারীর পক্ষে সময়ের আরজির পরিপ্রেক্ষিতে আপীল বিভাগ আজ 'নট টুডে' (আজ নয়) বলে আদেশ দেন।
প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ আজ বৃহস্পতিবার (৪ জুলাই) এ আদেশ দিয়েছেন।
এদিকে, আজ শুনানির দিন ধার্য থাকলেও আদালতে এ বিষয়ে শুনানি না হওয়ায়, বিষয়টিকে শিক্ষার্থীদের আন্দোলনকে দুর্বল করতে কালক্ষেপণ করা হচ্ছে- এমন উল্লেখ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলছেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
বিক্ষোভ থেকে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহফুজ ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "যেহেতু মহামান্য হাইকোর্ট কোটা নিয়ে শুনানির পূর্বঘোষিত তারিখ পিছিয়েছে, সেহেতু আমরা এখনো বিশ্বাস করি এই অন্যায্য কোটা বাতিল হবে এবং রায়টি আমাদের পক্ষে যাবে। তাই আমরা এই মুহূর্তে অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচির দিকে যাচ্ছি না। জনভোগান্তি এবং এইসএসসি পরীক্ষার্থীদের কথা চিন্তা করে ঢাকা-আরিচা মহাসড়ক ঘণ্টাখানেক অবরোধ করে রাখার সিদ্ধান্ত হয়েছে। আমাদের আন্দোলন জারি রাখার জন্য আজকের এই অবরোধ কর্মসূচি।"
সকালে আপীল বিভাগে আদেশের পর বেলা ১২টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন। সেখান থেকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন। এরপর সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বেলা ১২টা ২০ মিনিটে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে নেমে এসে মহাসড়কের উভয় পাশে অবরোধ করে আন্দোলন শুরু করেন।