এইচএসসিতে পদার্থবিজ্ঞান প্রশ্নপত্র বিভ্রাট: তদন্ত কমিটি গঠন, কেন্দ্র সচিবকে অব্যাহতি
চলমান এইচএসসি পরীক্ষা-২০২৪ এ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন একটি পরীক্ষার কেন্দ্রে পদার্থবিজ্ঞান ১ম পত্রের পরিবর্তে ২য় পত্রের প্রশ্ন দেওয়ার ঘটনায় বৃহস্পতিবার (১১ জুলাই) কেন্দ্র সচিব অধ্যক্ষ শিব সঙ্কর দাশ ও পরীক্ষা কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক মোহাম্মদ নোমানকে পরবর্তী পরীক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
পাশাপাশি এই ঘটনা তদন্তে সীতাকুণ্ড উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দিনকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে এক কর্মদিবসে ঘটনা তদন্ত করে রিপোর্ট দিতে বলা হয়েছে।
এর আগে আজ সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বিজয় স্মরণী কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম রফিকুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস)-কে বলেন, বিজয় 'স্মরণী কলেজ কেন্দ্রের প্রশ্ন চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয় থেকে আনা হয়েছে। সেখানে প্রশ্ন সর্টিংয়ে দায়িত্বে যারা ছিলেন তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।'
তিনি বলেন, 'সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষায় নৈর্ব্যক্তিক প্রশ্ন ঠিক ছিল। রচনামূলক প্রশ্ন বিতরণের পর পর্যবেক্ষকরা টের পান এটি পদার্থবিজ্ঞান ২য় পত্রের প্রশ্ন। পরে বোর্ডের সাথে কথা বলে ১ম পত্রের প্রশ্ন জেলা প্রশাসন কার্যালয় থেকে আনিয়ে দুপুর ১২ টা থেকে পরীক্ষা নেওয়া হয়, যা দুপুর আড়াইটায় শেষ হয়।'
এদিকে পরীক্ষার্থীরা অভিযোগ করেছেন কেন্দ্রের পরীক্ষা কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক মোহাম্মদ নোমান ২য় পত্রের প্রশ্ন হাতে পাওয়ার বিষয়টি বাইরে কাউকে না জানাতে অনুরোধ করেছেন।
পরীক্ষার্থীদের অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম রফিকুল ইসলাম বলেন, 'অভিযোগটি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।'
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর রেজাউল করিম টিবিএসকে বলেন, 'পরীক্ষার প্রশ্ন বিতরণের দায়িত্ব জেলা প্রশাসনের। আর দেখেশুনে প্রতিদিন সকালে প্রশ্ন কেন্দ্রে নিয়ে যাওয়ার দায়িত্ব কেন্দ্র সচিবের।'
তিনি বলেন, 'কেন্দ্র সচিব ও জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অবহেলা, অদক্ষতা ও অসতর্কতার কারণে বিজয় স্মরণী কলেজ কেন্দ্রে পদার্থ বিজ্ঞান ১ম পত্রের পরিবর্তে ২য় পত্রের প্রশ্ন চলে গেছে। বিষয়টি জানতে পেরে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশ্ন পরিবর্তন করে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সময় সমন্বয় করে আজকেই পরীক্ষা নেওয়া হয়েছে।'
পদার্থবিজ্ঞান ২য় পত্রের যে প্রশ্ন ভুলে কেন্দ্রে পৌঁছে গেছে সেই প্রশ্ন দিয়ে আর পরীক্ষা হবে না জানিয়ে প্রফেসর রেজাউল করিম জানান, 'বিকল্প প্রশ্নে পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্রের পরীক্ষা রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে।'
কেন এমন ভুল হয়েছে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান।
এ বিষয়ে জানতে, কেন্দ্রের সচিব ও বিজয় স্মরণী কলেজের অধ্যক্ষ শিব সঙ্কর দাশকে তার মুঠোফোনে কল করা হলে, তিনি রিসিভ করে পরিচয় জানার পর 'ব্যাস্ত আছি' বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।