মধ্যরাতে বিএনপির কার্যালয়ে ডিবির অভিযান, গ্রেপ্তার ৭
মধ্যরাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অন্তত সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
অভিযানের নেতৃত্বদানকারী গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশিদ পরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানিয়েছেন, ঘটনাস্থল থেকে প্রায় ১০০ ক্রুড বোমা, ৫০০ লাঠি এবং পাঁচ থেকে ছয় বোতল পেট্রোল উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, "জাতীয় প্রেসক্লাবের সামনে একটি বাসে আগুন দেওয়ার পর আমরা অভিযান পরিচালনা করেছি।"
তিনি আরো বলেন, "চলমান কোটা আন্দোলনকে ভিন্ন দিকে ঘোরানোর চেষ্টা করছে একটি মহল। আমাদের কাছে দোষীদের নাম ও নম্বর রয়েছে এবং আমরা দ্রুত তাদের গ্রেপ্তার করব।"
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কার্যালয়ে প্রবেশ করেন ডিবির সদস্যরা। এ সময় ছাত্রদলের সাবেক সভাপতি রওনাকুল ইসলাম শ্রাবণসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়।
এর আগে রাত সাড়ে ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এর পরপরই ঘটনাস্থলে আসেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
অভিযানের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল কনফারেন্সে বলেন, সরকার অন্যায়ভাবে কোটা সংস্কার আন্দোলনকে ভিন্ন দিকে নিতে বিএনপি অফিসে অভিযান চালিয়েছে।
তিনি আরও দাবি করেন, কার্যালয় থেকে যা কিছু 'উদ্ধার' করা হয়েছে তার সবকিছুই আসলে আইনশৃঙ্খলা বাহিনী রেখেছে।