নারায়ণগঞ্জে জাফর ইকবালের বই পোড়ালেন শিক্ষার্থীরা, বর্জনের ডাক
কোটা সংস্কার আন্দোলনকারীদের নিয়ে বিরূপ মন্তব্যের জেরে নারায়ণগঞ্জে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের বই পুড়িয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনকারীরা। একইসাথে তাকে বয়কটের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
আজ বুধবার দুপুর ৩টায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া চত্বরে আন্দোলনরত শিক্ষার্থীরা জাফর ইকবালের বই এনে পুড়িয়ে দেয়। এসময় আন্দোলনকারীরা বইগুলোর ওপর থুতু নিক্ষেপ, পাতা ছিড়ে জাফর ইকবালকে ধিক্কার জানাতে থাকেন।
বই পুড়িয়ে দেয়ার পর জাফর ইকবালের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থীরা বলেন, 'কোটা সংস্কার আন্দোলনে ভিন্ন মতপোষণ করা আর আন্দোলনকারীদের রাজাকার বলে সম্বোধন করা এক নয়। তিনি অতীতেও ছাত্রদের ন্যায্য আন্দোলন নস্যাৎ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রাজাকার বলে তিনি ধৃষ্টতার পরিচয় দিয়েছেন। আমরা এমন মেরুদণ্ডহীন ব্যক্তিকে বর্জন করি।
এর আগে কোটা সংস্কার আন্দোলন নিয়ে মঙ্গলবার একটি নিবন্ধ লেখেন মুহম্মদ জাফর ইকবাল। নিবন্ধের একটি অংশ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এনিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয়।
সাধাসিধে কথা নামক নিবন্ধে মুহম্মদ জাফর ইকবাল লিখেন, "ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয়, আমার প্রিয় বিশ্ববিদ্যালয়। তবে আমি মনে হয়, আর কোনো দিন এই বিশ্ববিদ্যালয়ে যেতে চাইব না।
ছাত্রছাত্রীদের দেখলেই মনে হবে, এরাই হয়ত সেই 'রাজাকার'। আর যে কয়দিন বেঁচে আছি, আমি কোনো রাজাকারের মুখ দেখতে চাই না। একটাই তো জীবন, সেই জীবনে আবার কেন নতুন করে রাজাকারদের দেখতে হবে?"