ক্যাম্পাসে প্রবেশে পুলিশের বাধা, সড়ক অবরোধ করে বিক্ষোভ রাবি শিক্ষার্থীদের
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর পৌনে ৩টায় বিক্ষোভ আন্দোলন শুরু করে চলমান কোটা সংস্কার আন্দোলনকারীরা।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যৌথ দল মোতায়েন করা হয়েছে।
আমাদের প্রতিবেদক জানায়, যৌথ দলের সদস্যরা আন্দোলনকারীদের মহাসড়ক খালি করার আহ্বান জানান। তবে শিক্ষার্থীরা তাদের আহ্বানে সাড়া না দিয়ে অবরোধ অব্যাহত রেখেছেন।
বিকাল ৪টা নাগাদ শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ অব্যাহত রাখে।
বিকাল ৩টিা ৫০ মিনিটে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করলে পুলিশ ও বিজিবি বাহিনী তাদের বাধা দেয়। এতে উত্তেজনা আরও বেড়ে যায়।
দেশব্যাপী চলছে কোটা সংস্কার আন্দোলনকারীদের ডাকা কমপ্লিট শাটডাউন।
বিক্ষোভকারীরা মহাসড়ক অবরোধ করে রেখেছে এবং দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে।