দেড় ঘণ্টায় শেয়ারবাজারের সূচক কমেছে ৯৭ পয়েন্ট
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে তিনদিন সাধারণ ছুটি শেষে আজ বুধবার (১৮ জুলাই) শেয়ারবাজারের লেনদেন চালু হয়েছে। সকাল ১১টায় লেনদেন চালু হওয়ার পর, প্রথম ১ ঘণ্টা ৩০ মিনিট শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল সূচক ডিএসইএক্স ৯৭ পয়েন্ট কমেছে।
এছাড়া, লেনদেনে ধীরগতি লক্ষ্য করা গেছে। এ সময় ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৮১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় মাত্র ১৪টি শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৩৫২টির এবং ১৪টির দর অপরিবর্তীত রয়েছে।
এদিকে, তিনদিন পর আজ চালু হলেও পরিবর্তন হয়েছে লেনদেনের সময়। সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিটের পরিবর্তে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে লেনদেন।