১৮৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিজিএমই-এর সাবেক প্রেসিডেন্টসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা
বিজিএমই-এর সাবেক প্রেসিডেন্ট ও সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুসসহ আট জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল (বৃহস্পতিবার) দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা ১-এ মামলাটি দায়ের করেন সহকারী পরিচালক মো. রাকিবুল হায়াত। এতে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৮৭ কোটি ৮৪ লাখ ১৫ হাজার ৯৬৬ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আখতারুল ইসলাম মামলার বিষয়টি টিবিএসকে নিশ্চিত করেছেন। আসামিরা সবাই মোস্তফা গোলাম কুদ্দুসের পরিবারের সদস্য বলে নিশ্চিত করেন দুদকের এই উপ-পরিচালক।
মামলার এজাহারে বলা হয়, আসামিরা সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বোর্ড পরিচালক এবং প্রধান অর্থ কর্মকর্তা ও ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তার পদ গ্রহণ করে। পরে বিভিন্ন সময় প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে জাল চুক্তিনামা তৈরি করে এ টাকা আত্মসাত করেন।
মামলার আসামিরা হলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুস, তার স্ত্রী প্রতিষ্ঠানটির ডিরেক্টর ফজলুতুন নেসা, মেয়ে ফৌজিয়া কামরুন তানিয়া, ছেলে মোস্তফা কামরুস সোবহান, পুত্রবধূ শাফিয়া সোবহান চৌধুরী, মেয়ে তাসনিয়া কামরুন অনিকা, নূর-ই-হাফজা এবং কোম্পানির সাবেক সিএফও এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা মীর রাশেদ বিন আমান।