আগামীকাল থেকে কারফিউ বিরতিতে ট্রেন চলাচল শুরু
কারফিউ শিথিল সময়ে সীমিত পরিসরে আগামীকাল থেকে ট্রেন পরিষেবা পুনরায় চালু হবে। আজ বুধবার (৩১ জুলাই) বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তাদের সাথে এক বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, আপাতত স্বল্প দূরত্বের ট্রেন পরিষেবা সীমিত পরিসরে পুনরায় চালু হবে।
রেলওয়ের পরিচালক ট্রাফিক (বাণিজ্যিক) মো. নাহিদ হাসান খান দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস)-কে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'কারফিউ শিথিল থাকাকালীন আগামীকাল থেকে স্বল্প দূরত্বের লোকাল, মেল এবং কমিউটার ট্রেন চলাচল শুরু হবে।'
তবে আন্তঃনগর ট্রেন চলাচলের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে বলেও জানান তিনি।
এর আগে গত ২৭ জুলাই বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার শাহাদাত আলী বলেন, 'আমরা আজ পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলাচলের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেইনি। যাত্রীদের জন্য রেলপথ নিরাপদ মনে হলেই আমরা চলাচল করব। সময় লাগতে পারে। এখন আমরা শুধু বিজিবির সহায়তায় তেলবাহী ট্রেন পরিচালনা করি।'
গত ২৪ জুলাই ফের কাজ শুরুর সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। কিন্তু ওই দিনই রাতে তারা ২৫ জুলাই থেকে যাত্রীবাহী ট্রেন চলাচলের সিদ্ধান্ত থেকে সরে আসে।