চট্টগ্রামে পুলিশি বাধা ও বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীদের বিক্ষোভ
চট্টগ্রামে পুলিশের বাধা ও বৃষ্টি উপেক্ষা করে আদালত চত্বরে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। হত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা ও গুমের প্রতিবাদে আজ বুধবার (৩১ জুলাই) সারাদেশে 'মার্চ ফর জাস্টিস' কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই বিক্ষোভ করে শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থী, আইনজীবী ও প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ১০টার দিকে আদালত ভবনের জহুর হকার্স মার্কেট–সংলগ্ন ফটকের সামনে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। এ সময় ফটকে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল। শিক্ষার্থীরা আদালত ভবনের ফটকের পাশে জেলা পরিষদ চত্বরে বিক্ষোভ শুরু করেন।
একপর্যায়ে মূল ফটক দিয়ে শিক্ষার্থীরা আদালত চত্বরে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এর পরপরই কিছু আইনজীবী শিক্ষার্থীদের সাথে যোগ দিলে পুলিশের বাধা ভেঙে শিক্ষার্থীরা আদালত চত্বরেও প্রবেশ করেন।
বেলা সাড়ে ১১ টার দিকে আইনজীবী এনেক্স ভবনের মোড়ে শুরু হয় বিক্ষোভ। বেলা বাড়ার সাথে সাথে বিক্ষোভে আইনজীবী ও শিক্ষার্থীদের সংখ্যা বাড়তে থাকে।
বিক্ষোভ চলে বেলা তিনটা পর্যন্ত। মাঝে মাঝে বৃষ্টি হলেও তা বাধা হয়ে দাড়াঁতে পারেনি আন্দোলনকারীদের মাঝে।
সর্বশেষ বিকাল তিনটার দিকে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে আদালত চত্বর থেকে কোতোয়ালী থানা মোড় হয়ে নিউ মার্কেট মোড়ে গিয়ে কর্মসূচি শেষ করে।
চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, 'আমাদের ভাইদের হত্যার বিচারসহ ৯ দফা দাবি আদায় না হওয়া পর্য়ন্ত আন্দোলন চলবে। হত্যা, গ্রেপ্তার, হামলা ও মামলা দিয়ে এই আন্দোলন বন্ধ করা যাবে না। কোনো শিক্ষার্থী আক্রান্ত হলে তার পুরো পরিবারসহ শত শত শিক্ষার্থী আন্দোলনে যোগ দিচ্ছে।'
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এডিশনাল ডেপুটি কমিশনার (দক্ষিণ) আশরাফুল করিম বলেন, 'আজ বিক্ষোভকে কেন্দ্র করে কোনো আটক বা হতাহতের ঘটনা ঘটেনি।'
বিক্ষোভের পুরো সময়জুড়ে আদালত ভবনের সব ফটকে বিপুলসংখ্যক পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে। এ সময় আদালতে কোনো গাড়ি যেতে দেওয়া হয়নি। বিচারপ্রার্থীরাও হেঁটে গিয়েছেন।