রাজধানীর বিভিন্ন স্থানে দেয়াল লিখন কর্মসূচি শিক্ষার্থীদের
কোটা সংস্কার আন্দোলনের সময় গণহত্যা ও গ্রেপ্তারের প্রতিবাদে আজ শুক্রবার (২ আগস্ট) রাজধানীর ধানমন্ডি ও বসুন্ধরা এলাকায় দেয়াল লিখন কর্মসূচি পালন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে শিক্ষার্থীদের রাজধানীর বিভিন্ন স্থানের দেয়ালে ও রাস্তায় স্প্রে পেইন্ট দিয়ে স্লোগান লিখতে দেখা গেছে।
বিকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটে জড়ো হন। এছাড়া বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধানমন্ডিতে জড়ো হন।
উল্লেখ্য, চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ শুক্রবার দেশব্যাপী প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বৃহস্পতিবার গণমাধ্যমকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণহত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল মসজিদে জুমার নামাজ শেষে দোয়া, শহীদদের কবর জিয়ারত, মন্দির, গির্জাসহ সব উপাসনালয়ে প্রার্থনার আয়োজন ও জুমার নামাজ শেষে ছাত্রজনতার গণমিছিল অনুষ্ঠিত হবে।
ছাত্রদের এই কর্মসূচি বাস্তবায়ন করতে শ্রমিক, পেশাজীবী, সংস্কৃতিকর্মী, গণমাধ্যমকর্মী, মানবাধিকারকর্মী, বুদ্ধিজীবী, আলেম-ওলামাসহ বাংলাদেশের সব স্তরের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
একইসঙ্গে মসজিদের ইমাম ও খতিব এবং মাদরাসার শিক্ষকদের 'ছাত্র জনতার গণমিছিল' বের করার আহ্বান জানিয়েছেন তারা।
গতকাল বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 'রিমেম্বারিং আওয়ার হিরোজ' কর্মসূচি পালিত হয়েছে। ঢাকাসহ বিভিন্ন এসব কর্মসূচি পালনের খবর পাওয়া গেছে। কর্মসূচিগুলোতে শিক্ষার্থীর পাশাপাশি অনেক জায়গায় শিক্ষক ও আইনজীবীরাও অংশ নেন।
বৃহস্পতিবারের কর্মসূচিতে অনেক জায়গায় বাধা দেয়। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। কয়েক জায়াগ বেশ কিছু শিক্ষার্থীকে আটক করে পুলিশ। তবে তাদের অনেককেই শিক্ষকরা ছাড়িয়ে নিয়েছেন।
প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ-সহিংসতায় অন্তত ১৫০ জন নিহত হয়েছেন।