শাহবাগের সবপথেই ছাত্র-জনতার অবস্থান
শাহবাগে আশপাশের সবপথেই দখলে নিয়েছে আন্দোলনকারী ছাত্র-জনতা ও অভিভাবকরা। শাহবাগ মোড় থেকে পশ্চিমগামী সায়েন্সল্যাবমুখী সড়ক, পূর্ব দিকে মৎস্যভবন সড়ক, উত্তরে বাংলা মোটর ও দক্ষিণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশে পথটিতে মানুষ আর মানুষ।
শাহবাগ মোড় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়মুখী সড়কটিতে মানুষের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে। আন্দোলনকারী শাহবাগ থাকার সামনেও অবস্থান নিয়েছে।
ছোট বড় সবার হাতে বাঁশের লাঠি, রড় আর মাথায় লাল সবুজ পতাকা বাঁধা। থেমে চলছে স্লোগান 'ছি ছি হাসিনা, লজ্জায় বাঁচিনা', 'জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো', 'শেখ হাসিনার গদিতে আগুন জ্বালো', 'এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি'। সেই স্লোগানে স্লোগানে মুখরিত শাহবাগ মোড়।
আন্দোলনকারীরা জানান, সকাল থেকেই ছোট ছোট মিছিল নিয়ে শাহবাগে আসতে থাকে শত শত মানুষ। সময় বাড়ার সাথে সাথে সাথে জনসমুদ্রে পরিণত হয় শাহবাগ।
বেলা ১১:৫০টা থেকে প্রায় আধা ঘন্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে পর্যবেক্ষক করে দেখা গেছে, ঢাকা মেডিকেলের দিক থেকে পাঁচটি মিছিল শাহবাগের দিকে যায়। প্রত্যেকটি মিছিলে কয়েকশ করে আন্দোলনকারী রয়েছে।
ওষুধের দোকান বন্ধ, ভোগান্তিতে রোগীরা
শাহবাগ মোড়কে ঘিরে আন্দোলনের কারণে শাহবাগের আশপোশের সব ওষুধের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ রয়েছে শেখ মুজিবুর রহমান মেডিক্যালের সব পথ। একমাত্র রোগী ও তাদের স্বজনরা ছাড়া কেউ প্রবেশ করতে পারছে না।
সরেজমিনে দেখা যায়, শাহবাগে ওষুধ মার্কেটের সামনের প্রবেশ পথ বন্ধ থাকলেও ওষুধ দিতে আকুতি জানাচ্ছিলেন একজন অভিভাবক।
দোকানের ভেতরে থাকা একজন তাকে জানান, এখন দোকান বন্ধ কোনো ওষুধ দেওয়া যাবে না। ওষুধ না পেয়ে তিনি ফিরে যান।
শেখ মুজিবুর রহমানে হাসপাতালের বর্হি:বিভাগের আশপাশে অন্তত ৫০টি ফার্মেসী থাকলেও একটিও খোলা পাওয়া যায়নি।