বৈঠক করছেন সেনাপ্রধান, ঢাকার পথে লাখো মানুষ, জনতার উল্লাস
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ সোমবার বিকাল ৩টায় জনগণের উদ্দেশে বক্তব্য দেবেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে বিষয়টি জানানো হয়েছে।
আইএসপিআর থেকে বলা হয়েছে, সে সময় পর্যন্ত জনসাধারণকে সহিংসতা পরিহার করে ধৈর্য ধারণ করার অনুরোধ করা হলো।
আমাদের সংবাদদাতাদের পাঠানো খবর পড়ুন লাইভ:
বেলা ২টা ৫৫ মিনিট
শাহবাগমুখো লাখো মানুষ
চানখাঁরপুল, শহীদ মিনার, সায়েন্সল্যাব, পল্টন ও প্রেসক্লাব, পরীবাগ ও পুরান ঢাকার বিভিন্ন স্থান থেকে মানুষ এসে সমবেত হয়েছে শাহবাগে।
কারফিউকে উপেক্ষা করে রাজধানীর প্রবেশপথ টঙ্গী-উত্তরার দিক থেকেই লাখো আন্দোলনকারী ঢাকায় প্রবেশ করেছেন। তাদের সবার গন্তব্য শহবাগ।
বেলা ২টা ৪৫ মিনিট
বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন সেনাপ্রধান
বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সেনা সদর দপ্তরে বৈঠক করছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু সেনাপ্রধানের বৈঠকে ডাক পেয়েছেন। এছাড়া এ বৈঠকে ডাক পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুলও।
বেলা ২টা ৩০ মিনিট
ঢাকার রাস্তায় মানুষের উল্লাস
এদিকে রাস্তায় ঢাকার নেমেছেন হাজারো মানুষ। রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ এলাকায় হাজার হাজার মানুষকে উল্লাস করতে দেখা গেছে। শাহবাগে কয়েক হাজার আন্দোলনকারী অবস্থান নিয়েছেন। এছাড়া সকাল থেকে আফতাবনগর এলাকায় অবস্থান নেন কয়েক হাজার শিক্ষার্থী।
বেলা ২টা ১০ মিনিট
টঙ্গী-উত্তরা থেকে লাখো আন্দোলনকারী প্রবেশ করছে ঢাকায়
টঙ্গী-উত্তরার দিক থেকে লাখ লাখ আন্দোলনকারী ঢাকায় প্রবেশ করছে। সরকার পতনের বিভিন্ন স্লোগান দিতে দিতে তারা শাহবাগের দিকে যাচ্ছেন।
বেলা ২টা
চানখাঁরপুল মোড় বিক্ষোভকারীদের ওপর পুলিশের টিয়ার গ্যাস নিক্ষেপ
সকাল ১১টার দিকে রাজধানীর চানখাঁরপুল দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে আসছিলেন অনেক আন্দোলনকারী। এ সময় চানখাঁরপুল মোড়ে পুলিশ তাদের সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাসের শেল ছুড়ে সরিয়ে দেয়।
এরপর কয়েক দফায় বেলা ২টা পর্যন্ত চানখাঁপুলে আন্দোলনকারীদের ওপর সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাসের শেল মেরেছে।
বেলা ১টা ৪৫ মিনিট
সায়েন্স ল্যাবে আন্দোলনকারী ও পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া
রাজধানীর সায়েন্স ল্যাবে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। বেলা পৌনে ১টার দিকে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।