যশোরে আওয়ামী লীগ নেতার হোটেলে অগ্নিসংযোগ, নিহত ২৪
যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শাহীন চাকলাদারের মালিকানাধীন পাঁচ তারকা হোটেল জাবির ইন্টারন্যাশনালে অগ্নিসংযোগের ঘটনায় ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত সোমবার শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর বিক্ষুব্ধ জনতা হোটেলটিতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শেখ হাসিনার পদত্যাগের খবরে বিক্ষুব্ধ জনতা বিজয় মিছিল বের করেন। তাদের অনেকেই হোটেলটিতে ঢুকে পড়েন। কেউ কেউ সিঁড়ি বেয়ে ওপরের তলাগুলোতেও উঠে হামলা চালায়। এরই মধ্যে নিচে থাকা কয়েকজন পেট্রোল দিয়ে ভবনটিতে আগুন ধরিয়ে দেন। এতে ওপরের তলাগুলোতে ওঠা অনেকেই আটকা পড়েন। মুহূর্তেই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে।
বিকেল ৪টার দিকে অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও দমকলকর্মীরা রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
যশোর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মামুনুর রশিদ বলেন, ২৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ৭টা ৩৫ মিনিটে হোটেলটিতে উদ্ধার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ জানান, মঙ্গলবার পর্যন্ত ২৪ জনের লাশ হাসপাতালে আনা হয়েছে। আর আহত হয়ে ২৩ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বুধবার যশোর জেনারেল হাসপাতালে দেখা গেছে, নিখোঁজ স্বজনদের খুঁজতে অনেকেই হাসপাতালে এসেছেন। কেউ কেউ মর্গের সামনে গিয়ে ভিড় করছেন।
এদিকে শাহীন চাকলাদারের কাঁঠালতলা এলাকার বাসভবনেও আগুন দেওয়া হয়েছে। শহরের চারখাম্বা মোড়ে অবস্থিত শেখ রাসেলের ভাস্কর্যটিও ভাঙচুর করা হয়েছে।