ঢাকায় চুরি, ডাকাতি, ছিনতাইয়ের খবর ছড়িয়ে পড়ায় জনমনে আতঙ্ক
বুধবার (৭ আগস্ট) সূর্য ডোবার পরপরই ঢাকা বিভিন্ন স্থানে চুরি, ডাকাতি, ছিনতাইয়ের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে পড়েন রাজধানীবাসী।
মোহাম্মদপুর, জিগাটোলা, উত্তরা, মিরপুর, যাত্রাবাড়ীসহ একাধিক এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সংবাদকর্মীরা।
বুধবার দিবাগত রাত সাড়ে ৩টা পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে ছিনতাই, ডাকাতির খবর পাওয়া গেছে।
কিছু জায়গায় সেনাবাহিনীকে খবর দেওয়ার পর সেনাসদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে; অনেক এলাকায় আবার স্থানীয়রাই নিজেদের এলাকার সুরক্ষা নিশ্চিতে টহল দল গঠন করেন।
সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করে নাগরিকদের মধ্যে যোগাযোগের মাধ্যমে এলাকাভিত্তিক এই টহল দলগুলো গঠন করা হয়।
গতরাতে অনেকই নিজের এলাকায় চুরি, ডাকাতির ঘটনা জানিয়ে ফেসবুকে পোস্ট করেন।
সাংবাদিক আদিত্য সাহা নিলয় বলেন, "রাত ১১টার দিকে আমার এলাকার মসজিদে ঘোষণা করা হয়, এলাকায় ডাকাত পড়েছে।"
"মানুষ যেন তাদের ঘরের দরজা বন্ধ রাখে সে ঘোষণা দেওয়া হয়।"
টিবিএসের সাংবাদিক তাজুল ইসলামও তার এলাকা জাফরাবাদে একই ধরনের ঘোষণা দেওয়ার কথা জানান।
এদিকে, আইনশৃঙ্খলা রক্ষার প্রয়োজনে সেনাবাহিনী আগেই নাগরিক সহায়তার জন্য তাদের হেল্পলাইন নম্বর সরবরাহ করেছিল।
সাংবাদিক নিলয় জানান, "বসিলায়, স্থানীয়রা নিরাপত্তা নিশ্চিত করতে লাঠি হাতে টহল দিচ্ছেন।"
তিনি বলেন, এর আগে স্থানীয় কয়েকজন সন্দেহভাজন ডাকাতদেরকে প্রস্তুত হতে দেখে তাদেরকে ধরার চেষ্টা করলেও তারা পালিয়ে যান।"
নিলয় বলেন, "রাত প্রায় সাড়ে ৩টার দিকে, কাছাকাছি একটি মসজিদ থেকে আরেকটি ঘোষণায় এলাকাবাসীকে সতর্ক থাকতে এবং যেকোনো সময় প্রতিরক্ষামূলক পদক্ষেপের জন্য প্রস্তুত থাকতে বলা হয়।"