দুর্নীতির বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থানে থেকে কাজ করে যাব: আদিলুর রহমান খান
অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, 'দুর্নীতির বিরুদ্ধে কঠোর হওয়া ছাড়া উপায় নেই। কারণ অনেক রক্তের মধ্যে দিয়ে আমরা দায়িত্ব নিয়েছি। নতুন করে দুর্নীতি হবে, এমনটা প্রশ্নই আসে না।'
জনগণের আন্দোলন ও বহু মানুষের রক্তের মধ্যে দিয়ে আসা এই ম্যান্ডেট ধরে রাখতে দুর্নীতির বিষয়ে তাঁদের 'জিরো টলারেন্স' বা শূন্য সহনশীলতা থাকবে বলে জানান আদিলুর।
আজ শনিবার (১০ আগস্ট) দুপুরে রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আদিলুর রহমান খান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন শিল্পসচিব জাকিয়া সুলতানা।
সংবাদ সম্মেলনে শিল্প উপদেষ্টাকে বিভিন্ন প্রশ্ন করেন সাংবাদিকেরা। তারা বলেন, বিভিন্ন সময়ে শিল্প মন্ত্রণালয়ের দুর্নীতি ও অনিয়মের কথা শোনা যায়, কাজ না করে বিল নিয়ে নেওয়ার অভিযোগ আছে।
জবাবে শিল্প উপদেষ্টা বলেন, 'দুর্নীতির বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি, এসব অবশ্যই আমলে নেওয়া হবে।'
শিল্প মন্ত্রণালয় ও এর সংস্থাগুলোর প্রশাসনিক সংস্কার বিষয়ে শিল্প উপদেষ্টা বলেন, 'প্রশাসনিক সংস্কারের ক্ষেত্রে আন্তঃমন্ত্রণালয় কিছু কাজ আছে, সেগুলো পর্যায়ক্রমে করা হবে। শিল্প মন্ত্রণালয়ের লোকসানি প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় করতে কাজ করা হবে। এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলে লোকসান কমে আসবে বলে আশা করছি।'