সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধূরী, তার স্ত্রী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) চেয়ারম্যান রুকমিলা জামানের সব ধরনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
গতকাল রোববার দেশের ব্যাংকগুলোতে চিঠি পাঠিয়ে এ নির্দেশনা দিয়েছে বিএফআইইউ। একইসাথে এসব ব্যক্তির ব্যাংক হিসাবের লেনদেনের তথ্যও চাওয়া হয়েছে বলে টিবিএসকে জানিয়েছেন বিএফআইইউর একজন উর্ধ্বতন কর্মকর্তা।
ওই কর্মকর্তা জানান, এসব ব্যক্তির ব্যাংক হিসাব থেকে টাকা তোলা বা লেনদেন বন্ধ করার জন্য জব্দ করার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি তারা কোথায় কার সাথে কি ধরনের লেনদেন করেছে তা জানার জন্য লেনদেনের তথ্য চাওয়া হয়েছে।