আইএমএফের তৃতীয় রিভিউ মিশন আসছে অক্টোবরে
৪.৭ বিলিয়ন ডলার ঋণচুক্তির চতুর্থ কিস্তি ছাড়ের আগে শর্ত পূরণের অগ্রগতি যাচাই করতে আগামী অক্টোবরে বাংলাদেশে আসছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তৃতীয় রিভিউ মিশন।
বাংলাদেশের জন্য আইএমএফের রেসিডেন্ট প্রতিনিধি জয়েন্দু দে অর্থ মন্ত্রণালয়কে এক চিঠিতে এ তথ্য জানিয়েছেন।
চিঠিতে বলা হয়েছে, অক্টোবরে ওয়াশিংটনে অনুষ্ঠেয় আইএমএফের বার্ষিক সভার আগেই এ মিশন রিভিউ সম্পন্ন করতে আগ্রহী।
এজন্য আগামী ২ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত রিভিউ মিশন বাংলাদেশে অবস্থান করার আগ্রহ প্রকাশ করেছে সংস্থাটি।
আইএমএফের ঋণচুক্তির আওতায় তিনটি কিস্তি পেয়েছে বাংলাদেশ। আগামী ডিসেম্বরে চতুর্থ কিস্তি পাওয়ার কথা রয়েছে।
এজন্য আগামী সেপ্টেম্বর শেষে আইএমএফের পক্ষ থেকে বাংলাদেশের নিট বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বনিম্ন ১৪.৯০ বিলিয়ন ডলার ও ডিসেম্বর শেষে ১৫.৩১ বিলিয়ন ডলার রাখার লক্ষ্যমাত্রা দিয়েছে সংস্থাটি।
ঋণচুক্তি মোতাবেক, তৃতীয় কিস্তি পেতে গত জুন শেষে বাংলাদেশের সর্বনিম্ন নিট রিজার্ভ রাখার কথা ছিল ২০.১০ বিলিয়ন ডলার। বাংলাদেশ তা পূরণ করতে ব্যর্থ হওয়ার পর সরকারের অনুরোধে লক্ষ্যমাত্রা কমিয়ে ১৪.৭৮ বিলিয়ন ডলার করা হয়।
চলতি বছরের ২৪ জুন আইএমএফ বাংলাদেশের ৪.৭ বিলিয়ন ডলার ঋণের তৃতীয় কিস্তি হিসেবে ১.১১ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন করে।