‘রেজিস্ট্যান্স উইক’ কর্মসূচি উপলক্ষ্যে শাহবাগে জমায়েত হচ্ছেন শিক্ষার্থীরা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত 'রেজিস্ট্যান্স উইক' কর্মসূচি উপলক্ষ্যে সকাল ১০টা থেকে শাহবাগে জমায়েত হচ্ছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকাল ১১টায় সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা শাহবাগ পুলিশ ট্রাফিক বক্স সংলগ্ন স্থানে জমায়েত হচ্ছে।
এসময় আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগে পৌঁছানোর পর মিছিলটি জাতীয় জাদুঘরের সামনে অবস্থান গ্রহণ করে।
তবে শাহবাগ মোড়ে যান চলাচল এখনো স্বাভাবিক রয়েছে।
৪ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মঙ্গলবার (১৩ আগস্ট) থেকে সপ্তাহব্যাপী 'রেজিস্ট্যান্স উইক' কর্মসূচি শুরু হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার জানান, 'এই কর্মসূচির অংশ হিসেবে ১৩ আগস্ট সারাদেশে যেসকল স্থানে আমাদের জাতীয় বীরেরা বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন, সেসব পয়েন্ট অভিমুখে "রোডমার্চ" কর্মসূচি পালিত হবে। রোডমার্চে সংশ্লিষ্ট স্থানে জড়ো হয়ে আমরা এক মিনিট নিরবতা পালন করবো এবং শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনা করবো।'