ধানমন্ডি ৩২ নম্বরে উৎসবমুখর পরিবেশ, নাচ-গান আর স্বৈরাচারবিরোধী স্লোগান মুখর
সকাল থেকে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে কাউকে যেতে দেওয়ার বিষয়ে, বা সন্দেহভাজনদের মোবাইল চেকসহ কিছুটা উত্তেজনাকর পরিবেশ থাকলেও – দুপুরের পর থেকে উৎসবমুখর পরিবেশ দেখা যাচ্ছে।
আজ বৃহস্পতিবার সকাল থেকে ধানমন্ডি ৩২ ও এর আশেপাশে অবস্থান নেয় শিক্ষার্থী ও বিএনপির কর্মীরা।
দুপুর থেকেই শিক্ষার্থীরা বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে কোথাও মাইকে গান ছেড়ে নাচছে; আবার দলবেঁধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে স্লোগান দিতেও দেখা গেছে।
তবে এখনো এই এলাকায় আসা বিভিন্ন প্রাইভেট কার চেক করছে শিক্ষার্থীরা।
এর আগে সকালে, ধানমন্ডি ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের আশপাশের এলাকায় অনেক মানুষ লাঠি, বাঁশ, পাইপ নিয়ে অবস্থান করছিলেন। তবে ভিড় এখন কিছুটা কমে গেছে।
সকালে সরেজমিন দেখা যায়, এই এলাকায় সন্দেহভাজন বিশেষ করে কালো পোশাক পরিহিত কাউকে দেখলেই মোবাইল চেক করেছে শিক্ষার্থীরা।
এক শিক্ষার্থী টিবিএসকে জানান, "মোবাইল চেক করে আমরা মূলত যারা আওয়ামী লীগ সংশ্লিষ্ট ও ছাত্রদের আন্দোলনে হামলাকে বৈধতা দিয়েছে বা কোন সহিংসতার চেষ্টা করছে, তাদের খুঁজে দেখছি। কারণ আওয়ামী লীগ এত বড় একটি গণহত্যা চালানোর পরে আবারো ১৫ আগস্টকে কেন্দ্র করে দেশে আবারও সহিংসতা ছড়াতে চাইছে।"
মোবাইল চেক করার ঘটনায় সাধারণ মানুষদের এ সাময়িক সমস্যার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। সকলেই আমাদের খুব সমর্থন করছে, কারণ সবাই তাদের অত্যাচারের ভুক্তভোগী।"