অন্তর্বর্তী সরকার যতদিন গণতন্ত্র সমুন্নত রাখবে, বিএনপি ততদিন তাদের সমর্থন দেবে: ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ততদিন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সমর্থন দিয়ে যাবে, যতদিন তারা গণতন্ত্র পুনরুদ্ধারে অঙ্গীকারবদ্ধ থাকবে।
আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে তিনি বলেন, 'সবার উচিত এই সরকারকে সমর্থন করা। এই সরকার আমাদের আন্দোলনের ফল। যতদিন তারা গণতন্ত্রের পক্ষে থাকবে ততদিন আমরা তাদের সহযোগিতা করব।'
বর্তমান সরকার গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
ভারতের সহায়তায় আওয়ামী লীগ নেতৃত্ব আবারও ঘুরে দাঁড়ানোর ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে তিনি বলেন, 'ইতিহাস বড় নিষ্ঠুর। আল্লাহ দেখিয়ে দিয়েছেন ক্ষমতা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়।'
তিনি বলেন, 'হাসিনা তার ঔদ্ধত্যের সীমা ছাড়িয়ে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তিনি দেশ ছেড়ে পালাতে বাধ্য হন।'
মির্জা ফখরুল বলেন, 'খুনি শেখ হাসিনা ১৫ বছর ধরে বিভিন্ন ধর্মের মানুষকে অমানবিকভাবে নির্যাতন করেছে এবং আমাদের নেতাকর্মীদের ওপর স্টিমরোলার চালিয়েছে। তারা বিএনপির ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। শত শত নেতা-কর্মী নিখোঁজ হয়েছেন।'
মির্জা ফখরুল বলেন, যারা সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে স্বৈরাচারী সরকারকে সমর্থন করেছেন, তাদেরও জবাবদিহিতার আওতায় আনতে হবে।
তিনি আরও বলেন, এছাড়াও ফ্যাসিবাদী সরকারের সঙ্গে যোগসাজশকারী চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।