একুশে পদকপ্রাপ্ত প্রাবন্ধিক ও গবেষক গোলাম মুরশিদ মারা গেছেন
একুশে পদকপ্রাপ্ত প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক ড. গোলাম মুরশিদ (৮৪) আজ (২২ আগস্ট) বাংলাদেশ সময় বিকালে লন্ডনে মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গোলাম মুরশিদের স্ত্রী এলিজা মুরশিদের বরাত দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (আইবিএস) অধ্যাপক স্বরোচিষ সরকার তার মৃত্যুর সংবাদ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
জানা গেছে, গোলাম মুরশিদ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
১৯৪০ সালের ৮ এপ্রিল বরিশালের উজিরপুর উপজেলার ধামুরা গ্রামে গোলাম মুরশিদ জন্মগ্রহণ করেন। বাংলা ভাষা ও সাহিত্যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ করেছেন। তাঁর প্রথম কর্মজীবন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়।
প্রায় দুই দশক তিনি অধ্যাপনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। ১৯৮৪ সালের জানুয়ারি থেকে ২০০৩ সাল পর্যন্ত কাজ করেছেন লন্ডনের বিবিসি বাংলা বিভাগে। এ ছাড়া ১৯৯১ সাল থেকে লন্ডনে একাধিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন।
সৃজনশীল ও গবেষণামূলক কাজের জন্য তিনি একাধিক পুরস্কার লাভ করেন। এর মধ্যে প্রবন্ধ গবেষণার জন্য ১৯৮২ সালে বাংলা একাডেমি পুরস্কার, ২০২১ সালে ভাষা ও সাহিত্যে একুশে পদক লাভ অন্যতম।
তিনি ৩০টিরও বেশি বই ও অসংখ্য প্রবন্ধ প্রকাশ করেছেন।
তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো হচ্ছে : 'আশার ছলনে ভুলি', 'কালান্তরে বাংলা গদ্য', 'রাসসুন্দরী থেকে রোকেয়া : নারীপ্রগতির একশো বছর', 'সমাজ সংস্কার আন্দোলন ও বাংলা নাটক', 'রবীন্দ্রবিশ্বে পূর্ববঙ্গ পূর্ববঙ্গে রবীন্দ্রচর্চা', 'বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সাংস্কৃতিক পটভূমি', 'হাজার বছরের বাঙালি সংস্কৃতি' প্রভৃতি।
তিনি অবসর জীবন লন্ডনে কাটিয়েছেন।