হত্যা মামলায় রাশেদ খান মেনন ৫ দিনের রিমান্ডে
সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন পাঁচ দিনের রিমান্ডে।
আজ শুক্রবার (২৩ আগস্ট) ঢাকা মহানগর হাকিম আলী হায়দার তার রিমান্ডের আদেশ দেন। এর আগে পুলিশ তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
গতকাল রাজধানীর গুলশান এলাকা থেকে মেননকে গ্রেপ্তার করা হয়।
গত ১৯ জুলাই নিউমার্কেটের ১ নম্বর গেটের সামনে ওয়াদুদকে গুলি করা হয়।
এ ঘটনায় নিহতের স্বজন আবদুর রহমান বাদী হয়ে গত ২১ আগস্ট রাজধানীর নিউমার্কেট থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা করেন।
মামলার অন্য আসামিরা হলেন- মোহাম্মদ আলী আরাফাত, আনিসুল হক, আসাদুজ্জামান খান কামাল, সালমান ফজলুর রহমান, হাসান মাহমুদ ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন।