বন্যাকবলিত এলাকায় নদ-নদীর পানি কমছে, ৪৮ ঘণ্টার মধ্যে পরিস্থিতি উন্নতির সম্ভাবনা
কুমিল্লার গোমতী নদীসহ বন্যাকবলিত এলাকার বেশ কয়েকটি নদ-নদীর পানি আজ শুক্রবার সকাল পর্যন্ত বাড়লেও দুপুর থেকে কমতে শুরু করেছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের (এফএফডব্লিউসি) আজ বিকেল ৩টার তথ্য অনুযায়ী, গত ৬ ঘণ্টায় গোমতী, কুশিয়ারা, মনু, খোয়াই, মেঘনা ও হালদা নদীর পানি দুই থেকে ৯০ সেন্টিমিটার পর্যন্ত কমেছে। তবে এখনও নদ-নদীর পানি বিপৎসীমার ওপরেই রয়েছে।
এফএফডব্লিউসির আজ সকালের বুলেটিনে বলা হয়, দেশের পূর্ব, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রধান প্রধান নদ-নদীর পানি ধীর গতিতে কমতে শুরু করেছে।
গত ২৪ ঘণ্টায় ভারতের ত্রিপুরা কুমিল্লার পূর্বাঞ্চলে, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনীতে ভারী বৃষ্টিপাত হয়নি।
গত ২৪ ঘণ্টায় ভারতের ত্রিপুরা সীমান্তবর্তী কুমিল্লার পূর্বাঞ্চল, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলায় এবং ত্রিপুরা প্রদেশের অভ্যন্তরীণ অববাহিকায় ভারী বৃষ্টিপাত হয়নি। উজানের নদীগুলোর পানির স্তর কমতে শুরু করেছে। ফলে মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চলে বিদ্যমান বন্যা পরিস্থিতির ধীর গতিতে উন্নতি হচ্ছে।
আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উঁচু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এ সময় উত্তর-পূর্বাঞ্চলের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, খোয়াই, ধলাই নদী সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
আরও বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের দক্ষিণ-পূর্ব, পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উঁচু এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনা নেই। এ সময় ফেনী, কুমিল্লা এবং চট্টগ্রাম জেলার মুহুরী, ফেনী, গোমতী, হালদা নদী সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
এফএফডব্লিউসির নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "৪৮ ঘণ্টা পর বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। উজানে বৃষ্টি কমেছে এবং পরিস্থিতির উন্নতি হচ্ছে। ভারতে পানির প্রবাহ কমছে। এর প্রভাব দেশেও পড়বে।"
ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানির স্তর কমছে এবং গঙ্গা-পদ্মা নদীর পানির স্তর স্থিতিশীল রয়েছে, যা আগামী ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। আর দেশের উত্তর-পূর্বাঞ্চলে সুরমা-কুশিয়ারা নদীর পানির স্তরও স্থিতিশীল রয়েছে, যা আগামী ২৪ ঘণ্টায় কমতে পারে, যোগ করেন তিনি।
দেশের উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি কমছে। আগামী ৪৮ ঘণ্টায় এসব নদ-নদীতে পানির স্বাভাবিক প্রবাহ বিরাজ করতে পারে।