ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আংশিক যান চলাচল শুরু
তিন দিন বন্ধ থাকার পর রোববার (২৫ আগস্ট) সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আংশিক যান চলাচল শুরু হয়েছে।
কুমিল্লা অঞ্চলের হাইওয়ে পুলিশ সুপার খায়রুল আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সন্ধ্যায় বন্যার পানি কমতে শুরু করলে কিছু ভারী যানবাহন মহাসড়কের ঢাকাগামী লেনে ধীরগতিতে চলতে শুরু করে।
তিনি বলেন, 'মহাসড়ক এখনও বন্যার পানিতে তলিয়ে আছে, তবে ভারী যানবাহন কোনোমতে লেন দিয়ে এগিয়ে যাচ্ছে। কিন্তু বাস ও ছোট যানবাহনের পক্ষে বন্যার পানির ওপর দিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।'
'তবে চট্টগ্রামগামী লেনে এখনো হাঁটু পানি রয়েছে। সেদিক দিয়ে কোনো যান চলাচল করতে পারছে না,' বলেন তিনি।
উল্লেখ্য, দেশের অর্থনীতির লাইফলাইন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী-কুমিল্লা অংশটি বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় বৃহস্পতিবার (২৩ আগস্ট) রাত থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪৫ কিলোমিটার এলাকাজুড়ে ভয়াবহ যানজট সৃষ্টি হয়। এতে অচল হয়ে যায় মহাসড়ক। আটকা পড়ে সাড়ে ৩ হাজারেরও বেশি গাড়ি।