ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মনিরুছ ছালেহীনকে ওএসডি
বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সিনিয়র সচিব) ড. আহমেদ মনিরুছ ছালেহীনকে পদ থেকে সরিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে সরকার।
আজ রোববার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে তাকে ওএসডি করার বিষয়টি জানিয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে প্রশাসনে বেশ রদবদল হচ্ছে। আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অনেকেই পদত্যাগ করছেন। সরকারের পক্ষ থেকেও অনেক পদে পরিবর্তন করে নতুনদের দায়িত্ব দেওয়া হচ্ছে।
এর আগে ১৫ আগষ্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো: সালাহউদ্দিনকে ওএসডি করা হয়।
এছাড়া চুক্তিতে থাকা ১০ সচিবের চুক্তি বাতিল করেছে সরকার। বাধ্যতামুলক অবসরে পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের দায়িত্বে থাকা সচিব জাহাঙ্গীর আলমকে।
অবসরপ্রাপ্ত ৫ অতিরিক্ত সচিবকে সচিব করে দুই বছরের চুক্তিতে নিয়োগ করা হয়েছে। এছাড়া জনপ্রশাসন, পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে বদলি করা হয়েছে। এছাড়া উপসচিব হিসেবে ১১৭ জনকে, যুগ্মসচিব হিসেবে ২২০ জনকে ও অতিরিক্ত সচিব হিসেবে ১৩১ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে।