সচিবালয় ঘেরাও: কুমিল্লায় ৯৬ আনসার সদস্য চাকরিচ্যুত
সচিবালয় ঘেরাও করার অভিযোগে কুমিল্লায় ৯৬ আনসার সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে।
এরমধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২২ জন আনসার সদস্য রয়েছেন। বেআইনিভাবে সমাবেশে যোগদান ও সচিবালয় ঘেরাও করার অভিযোগে তাদেরকে চাকরিচ্যুত করা হয়।
কুমিল্লার আনসার-ভিডিপি কার্যালয়ের সার্কেল অ্যাডজুটেন্ট মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, "কুমিল্লা জেলায় প্রায় ১,১০০ অনসার সদস্য কর্মরত আছেন। এরমধ্যে বিধিবহির্ভূত কাজ করেছেন এমন ৯৬ জনের বিরুদ্ধে আমরা সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছি। তাদের চাকরিচ্যুত করে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে।"
গত ২৫ আগস্ট ঢাকায় সচিবালয় ঘেরাও করে সমাবেশ করেন আনসার সদস্যরা। সমাবেশকালে ছাত্রদের ওপর হামলা ও গুলি চালান কয়েকজন আনসার সদস্য।
এছাড়া, দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলেও তারা কয়েকজন উপদেষ্টাকে অবরুদ্ধ করে রাখেন।