চাঁদপুরে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মা-মেঘনা
চাঁদপুরে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মা ও মেঘনা নদীর পানি। অতিবৃষ্টি এবং ভারতের বাঁধ খুলে দেওয়ার ঘটনায় দেশের উত্তর ও দক্ষিণপূর্বের বিশাল অঞ্চল প্লাবিত হওয়ার কয়েকদিন পরে এই তথ্য জানানো হয়েছে।
চাঁদপুর জেলার পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আতিকুল ইসলাম বলেন, আজ সকাল ১১টা পর্যন্ত চাঁদপুরে পদ্মা ও মেঘনা নদীর মোহনায় পানি বিপৎসীমার দশমিক ৮৯ মিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছিল।
তিনি আরও জানান, চাঁদপুর মোহনায় সর্বশেষ আজ সকাল ১১টায় পানির স্তর ছিল তিন দশমিক ১১ মিটার, ১০টায় ছিল দুই দশমিক ৯৯ মিটার, এর আগে ৯টায় ছিল দুই দশমিক ৬৩ মিটার, এবং ৮টায় ছিল দুই দশমিক ২৫ মিটার, যা এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এখন জোয়ারের সময় পানির চাপ কিছুটা বাড়বে বলে জানান তিনি। সর্বোচ্চ বিপৎসীমা হলো চার মিটার।