বন্যার জন্য প্রস্তুত ছিলাম না, ভারত আগে থেকে ওয়ার্নিং দিলে ক্ষতি কম হতো: বস্ত্র ও পাট উপদেষ্টা
বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন বলেছেন, 'আমাদের পাশের দেশ কোনো ওয়ার্নিং দেয়নি। হঠাৎ করে পানি ছেড়ে দিয়েছে। আগে থেকে ওয়ার্নিং দিলে আমাদের ক্ষতি কম হতো।'
আজ শনিবার (৩১ আগস্ট) বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলা মডেল মসজিদ এলাকায় বন্যা দুর্গতদের জন্য সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান কর্মসূচি পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
এম. সাখাওয়াত হোসেন বলেন, 'এ সময় বন্যার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। এ সময়টায় সাধারণত বন্যা হয় না। আমরা আশা করব ভবিষ্যতে এমন হবে না।'
তিনি বলেন, 'একটি বিশেষ মুহূর্তে সরকার দায়িত্ব নিয়েছে। বন্যায় যে ক্ষতি হয়েছে, তার পুনর্বাসন প্রক্রিয়া চলমান। যেহেতু এখন রাজনৈতিক সরকার নেই, কাকে ঠিকাদারির দায়িত্ব দিব। সে বিষয়টি নেই। তাই পুনর্বাসন কার্যক্রম দ্রুতই হবে।'
এর আগে দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামের শ্রীপুরে বন্যা দুর্গতদের চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ পরিদর্শন করেন তিনি।
এ সময় কুমিল্লা সেনানিবাসের ব্রিগেডিয়ার জেনারেল আবু সাইদ আল মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার কামরান আহমেদ, বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা বেগমসহ সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।