ইসকন নিষিদ্ধের বিষয়ে উপদেষ্টা পরিষদে কোনো আলোচনা হয়নি: রিজওয়ানা হাসান
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, 'কোনো সংস্থা বা সংগঠন নিষিদ্ধের বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়নি।'
ইসকন নিষিদ্ধের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে জবাবে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে। তিনি অভিযুক্ত হতেও পারেন, নাও হতে পারেন, সেটা আদালত দেখবে। ব্যক্তির অপরাধের সাথে সংস্থার অপরাধকে আমরা জড়িয়ে ফেলছি না।'
সংস্কার শেষ করেই নির্বাচন হবে জানিয়ে তিনি বলেন, 'ছয়টি সংস্কার কমিশনকে ডিসেম্বর পর্যন্ত প্রস্তাবনা দেওয়ার সময় দেওয়া হয়েছে। কেউ কেউ দুই-এক সপ্তাহ বেশি লাগবে বলেছেন। সংস্কার কমিশনগুলোর সঙ্গে নির্বাচনের একটি সম্পর্ক রয়েছে। কমিশন থেকে প্রস্তাবনাগুলো আসলে এরপর জনগণ কথা বলবে। এর ওপর ভিত্তি করে চূড়ান্ত একটি প্রস্তাবনা হবে এবং তার প্রেক্ষিতে পদক্ষেপ নেওয়া হবে। যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে আমরা নির্বাচনের দিকে যাব। নির্বাচন শুরু করার প্রাথমিক কাজ নির্বাচন কমিশন গঠন হয়েছে।'
সমন্বয়কদের গাড়ি চাপা দিয়ে হত্যাচেষ্টার বিষয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, 'এটাকে হালকাভাবে দেখার সুযোগ নেই। সমন্বয়করা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জাতিকে ঐক্যবদ্ধ করার প্রয়াস চালাচ্ছেন, বিবেককে জাগ্রত করার চেষ্টা করছেন। এটা নিশ্চয়ই অনেকের স্বার্থে লাগবে। সেজন্য তাদের নিরাপত্তার বিষয়টি নিয়ে ক্যাবিনেটে আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনও হয়নি। এ বিষয়ে সরকারের দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো তদন্ত করছে।'
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি ও জামায়াতে ইসলামীর বৈঠক প্রসঙ্গে সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেন, 'তারা সবগুলো রাজনৈতিক দল ও অংশীজনের সঙ্গে আলোচনা করার কথা বলেছেন। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে এবং জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কীভাবে কাজ করা যায় সে পরামর্শ দিয়েছেন। কোনো ধরনের কমিউনিকেশন গ্যাপ যাতে না থাকে সেজন্য তারা পরামর্শ দিয়েছেন। দুটি দলই ইতিবাচক প্রস্তাব দিয়েছে।'
চট্টগ্রামে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, 'এ বিষয়ে মামলা চলমান রয়েছে। গ্রেপ্তার চলমান রয়েছে। সেখানে যারা জড়িত ছিল তারা কোনোভাবে ছাড় যেন না পায়। সাম্প্রদায়িক অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা ছিল তবে বাংলাদেশের জনগণ, বিভিন্ন রাজনৈতিক দল ও ধর্মীয় কমিউনিটি মিলে তা রুখে দিয়েছে।'