কর্মবিরতিতে ঢাকা মেডিকেলের চিকিৎসকরা, চিকিৎসাসেবা বন্ধ
চিকিৎসাধীন এক শিক্ষার্থীর মৃত্যু ঘিরে অপারেশন থিয়েটারে ঢুকে চিকিৎসকদের মারধর এবং আরেক ঘটনায় জরুরি বিভাগে ভাঙচুরের প্রতিবাদে সেবা দেওয়া বন্ধ রেখেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসকরা।
আজ রোববার (১ সেপ্টেম্বর) সকাল থেকে নিরাপত্তাহীনতার কারণে চিকিৎসাসেবা বন্ধ করে দিয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
স্বাস্থ্য সচিব এখন ঢামেক চিকিৎসক ও কর্মীদের সঙ্গে বৈঠক করছেন।
নাম প্রকাশ না করার শর্তে একজন ডাক্তার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, তারা আজ দুপুর ২টা থেকে 'কমপ্লিট শাটডাউন'-এ যাবেন।
তিনি বলেন, 'আমরা হাসপাতালের সব ইনডোর ও আউটডোর কার্যক্রম বন্ধ করে দেব।'
দুপুর ২টায় ঢামেক হাসপাতালের বাগান গেটে চিকিৎসকরা তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।
এদিকে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. বাচ্চু মিয়া জানান, সকাল থেকে জরুরি বিভাগসহ অন্যান্য বিভাগের সেবা বন্ধ রয়েছে। এতে জরুরি সেবা নিতে আসা রোগীরাসহ সব রোগীরাই চরম বিপাকে পড়েছে বলে জানান তিনি।