গাজীপুরে জাসদ নেতা আ স ম রবের রিসোর্ট থেকে কুমির উদ্ধার
গাজীপুর মহানগরীর নীলের পাড়া এলাকার একটি রিসোর্টে অবৈধভাবে আটকে রাখা নোনাপানির একটি কুমির উদ্ধার করেছে বন বিভাগ।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর সভাপতি আ স ম আবদুর রবের কথিত মালিকানাধীন রিসোর্ট পাখির স্বর্গ-এ অভিযান চালিয়ে কুমিরটি উদ্ধার করেন বন বিভাগ ও একটি বন্যপ্রাণী অধিকার সংগঠনের কর্মকর্তারা।
বন বিভাগ জানায়, খবর পাওয়ার পর গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের কর্মকর্তা-কর্মচারী ও সেভ ওয়াইল্ড লাইফ এবং নেচার (সোয়ান)-এর সদস্যরা সেখানে গিয়ে কুমিরটি উদ্ধার করেন। এটির বয়স আনুমানিক ২০ বছর।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, পাখির স্বর্গ রিসোর্টে আইন অমান্য করে একটি কুমির লালন-পালন করা হচ্ছে এমন খবর পেয়ে মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে সেটিকে উদ্ধার করা হয়েছে।
'এটি স্ত্রী কুমির। উদ্ধারের পর বিকেলে কুমিরটিকে বঙ্গবন্ধু সাফারি পার্কের কুমির বেষ্টনীতে মুক্ত করা হয়েছে,' বলেন তিনি।
জানা গেছে, বন্যপ্রাণী আইন অনুযায়ী, নোনাপানির কুমির কোথাও আটকে রাখা যাবে না।
সেভ ওয়াইল্ড লাইফ এবং নেচার (সোয়ান) সভাপতি আদনান আজাদ বলেন, 'কুমিরটি উদ্ধার করার সময় সেখানে মালিকপক্ষের কেউ উপস্থিত ছিলেন না। তবে জানা গেছে, পাখির স্বর্গ নামক এ রিসোর্টটির মালিক জাসদ নেতা আ স ম রব।'